Swadhin News Logo
মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

আন্দোলনের মুখে রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা

প্রতিবেদক
Nirob
নভেম্বর ১৮, ২০২৫ ১১:৩১ অপরাহ্ণ
আন্দোলনের মুখে রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা

অবশেষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৯টায় ব্রাকসুর তফসিল ঘোষণার তারিখসহ বিস্তারিত জানালেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শাহজামান।

নির্বাচনের রোড ম্যাপসহ তফসিল ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা বেলা ১১টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ৯ ঘণ্টার বেশি উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের পর এই তারিখ ঘোষণা করা হলো।

প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা দেন ১৮ নভেম্বর আচরণবিধি (প্রস্তাবিত) সিন্ডিকেট সভাপতি বরাবর প্রেরণ, ২২ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২৪ নভেম্বর ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ২৬ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ, ২ ও ৩ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল, ৪ ও ৬ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ৭ ডিসেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ৮ ডিসেম্বর প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ১০ ডিসেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট, ১৩ ডিসেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, ২৯ ডিসেম্বর ভোট গ্রহণ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে গণনা এবং ফলাফল ঘোষণা করা হবে।

তফসিল ঘোষণাকালে ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনারসহ উপস্থিত ছিলেন কমিশনার সহযোগী অধ্যাপক আমির শরীফ, সহযোগী অধ্যাপক মাসুদ রানা, সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার সরকার, ড. মোহসীনা আহসান এবং সহযোগী অধ্যাপক হাসান আলী।

এর আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নির্বাচন আয়োজনের দাবিতে উপাচার্যের চেম্বারের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টা থেকে অবস্থান কর্মসূচি পালন কালে প্রশাসনিক কর্মকাণ্ড পুরোপুরি অচল হয়ে পড়ে।

এর আগে শত শত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন। হাতে লেখা ব্রাকসু নির্বাচনের ডিসেম্বরের প্রথম সপ্তাহে করার ঘোষণাসহ বিভিন্ন দাবিসহ সংবলিত প্ল্যাকার্ড বহন করেন শিক্ষার্থীরা। তারা আজকের মধ্যেই রোডম্যাপ ঘোষণা করে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নির্বাচন দেওয়ার দাবি জানান। এরপর শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রশাসনিক ভবনে অবস্থিত উপাচার্যের চেম্বারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘বিভিন্ন আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ব্রাকসুকে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু আইন পাসের প্রায় ২০ দিন পার হলেও এখনও কোনও রোডম্যাপ ঘোষণা করা হয়নি। প্রশাসন কেন নির্বাচন দিতে দেরি করছে– তা আমরা বুঝতে পারছি না। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নির্বাচন চাই।’

পরে দুপুর পৌনে ৩টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক শাহ জামান জানান, মঙ্গলবারের মধ্যেই বিস্তারিত জানানো হবে। এরপর শিক্ষার্থীদের অনেকেই উপাচার্যের চেম্বারের সামনে থেকে সরে এলেও আবারও বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত রাখেন।

প্রসঙ্গত, এর আগে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আইনে শিক্ষার্থী সংসদ আইন যুক্ত হয় । পরে ৪ নভেম্বর ১১৬তম সিন্ডিকেট মিটিংয়ে ড. ফেরদৌস রহমানকে প্রধান কমিশনার করে ছয় সদস্যের একটি কমিশন গঠন করা হয়েছিল, কিন্তু দায়িত্ব গ্রহণের আগেই প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করায় ১১ নভেম্বর ১১৭তম জরুরি সিন্ডিকেট সভায় অধ্যাপক ড. মো. শাহজামানকে প্রধান কমিশনার করে কমিশন পুনর্গঠন করা হয়। কিন্তু নির্বাচনি রোড ম্যাপ ও তফসিল ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা অনড় অবস্থান নেওয়ায় শেষ পর্যন্ত তফসিল ঘোষণা করা হলো। শিক্ষার্থীরা নির্বাচনের রোড ম্যাপসহ তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক