Swadhin News Logo
বুধবার , ১৯ নভেম্বর ২০২৫ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

গণঅভ্যুত্থানের অংশীদার দলগুলো মিলে সমঝোতার নির্বাচন চাই: নুর

প্রতিবেদক
Nirob
নভেম্বর ১৯, ২০২৫ ১২:৩৭ পূর্বাহ্ণ
গণঅভ্যুত্থানের অংশীদার দলগুলো মিলে সমঝোতার নির্বাচন চাই: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আমরা চাই আগামীতে একটা সমঝোতার নির্বাচন। এই গণঅভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দলগুলো সবাই মিলে একটি সমঝোতার নির্বাচন হবে।’

মঙ্গলবার (১৮ নভেম্বর) শেষ বিকালে পটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় তিনি একথা বলেন।

সমঝোতার নির্বাচন প্রসঙ্গে জনসভায় নুর আরও বলেন, ‘গণঅভ্যুত্থানের অংশীজনরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ১৬ বছরের ফ্যাসিবাদকে পরাজিত করেছে। আগামীতে সেই গণঅভ্যুত্থানের অংশীজনরা ঐক্যবদ্ধ থেকে একটা নির্বাচন করুক।

‘এই নির্বাচনে আমরা সব রাজনৈতিক দল মিলে আসন সমঝোতার আলাপ-আলোচনা করছি। কিন্তু দেখা যায়, আঞ্চলিক পর্যায়ের কিছু নেতৃবৃন্দের অতি উৎসাহী ভূমিকার কারণে এই জাতীয় ঐক্য বিনষ্ট হতে যাচ্ছে। জাতীয় ঐক্য ও সংহতি বিনষ্ট হওয়ার মধ্য দিয়ে দেশে আরেকটি সংকট তৈরি করার পাঁয়তারা চলছে। আমরা সেই ফাদে পা দেবো না।’

তিনি স্থানীয়দের উদ্দেশে বলেন, ‘ঢাকায় পরিচিতি থাকা সত্ত্বেও সেখানে নির্বাচন না করে এলাকার মানুষের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা থেকে আমি এখান থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমার শক্তি। আমি আপনাদের প্রতিনিধি। পুলিশ, প্রশাসন ও সরকার কাউকে তোয়াক্কা করি না। সত্যকে সত্য বলেছি, মানুষের পক্ষে লড়াই করেছি। ইনশাআল্লাহ, আপনারা পাশে থাকলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো।’

দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক লিয়ার হোসেনের সভাপতিত্বে ও সদস্যসচিব মিলন মিয়ার সঞ্চালনায় জনসভায় ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মিজান হাওলাদার, পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, যুগ্ম আহ্বায়ক আবু কালাম পঞ্চায়েত, জেলা ও বিভিন্ন উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত