চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ মো. ইসমাইল হোসেনকে আগ্নেয়াস্ত্রসহ নিজ বাসা থেকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে নগরের পাঁচলাইশ থানার আওতাধীন ৭ নম্বর পশ্চিম ষোলশহরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি সন্ত্রাসী ও ভূমিদস্যু হিসেবে পরিচিত এবং আলোচিত সন্ত্রাসী বার্মা সাইফুলের সহযোগী।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের অন্তর্ভুক্ত টাস্কফোর্স-৪ (৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড) এ অভিযান চালায়। গ্রেফতার ইসমাইল হোসেন দীর্ঘ সময় ধরে পাঁচলাইশ এলাকায় ভূমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নানা অপরাধমূলক কার্যক্রমে জড়িত। তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় দুটি বিস্ফোরকসহ মোট পাঁচটি মামলা এবং চারটি জিডি রয়েছে। এর আগে বুধবার রাঙ্গুনিয়ার বালুর ঘাটা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি এলজি বন্দুক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেফতার ইসমাইলকে পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সন্ত্রাসী ইসমাইলের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।’













