গাজীপুরের শ্রীপুরে ২৫ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী শাহাদাত হোসেন শান্তকে (২৩) গ্রেফতার করেছে র্যাব-১। বৃহস্পতিবার (২০ নভেম্বর) র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট নাফিজ বিন জামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহাদাত হোসেন শান্ত শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া মেডিক্যাল মোড় এলাকার মনছুর আলীর ছেলে। বুধবার বিকালে শ্রীপুর পৌরসভার প্রশিকার সামনে থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার জানান, গোপন সংবাদে র্যাব সদস্যরা জানতে পারেন চকপাড়া থেকে একটি মোটরসাইকেলে বিদেশি মদের বড় চালান মাওনা চৌরাস্তার দিকে আসছে। ওই সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা প্রশিকা (লিরা পলিমার ইন্ড্রাটিজ লিমিটেডের) সামনে অবস্থান নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী শাহাদাত হোসেন শান্তকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২৫ বোতল বিদেশি মদ, একটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে ভারতীয় নিষিদ্ধ বিদেশি মদ কিনে গাজীপুরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শ্রীপুর থানায় সোপর্দ করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারেক বলেন, ‘মাদক ব্যবসায়ী শাহাদাত হোসেন শান্তকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে।’

















