Swadhin News Logo
শুক্রবার , ২১ নভেম্বর ২০২৫ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

কৈলাশটিলায় পুরনো কূপে মিললো ৫০ লাখ ঘনফুট গ্যাস, যুক্ত হবে জাতীয় গ্রিডে

প্রতিবেদক
Nirob
নভেম্বর ২১, ২০২৫ ১০:৪৫ পূর্বাহ্ণ
কৈলাশটিলায় পুরনো কূপে মিললো ৫০ লাখ ঘনফুট গ্যাস, যুক্ত হবে জাতীয় গ্রিডে

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের ১নং কূপের ওয়ার্কওভার শেষে প্রায় ৫০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে নতুন গ্যাস যুক্ত হতে যাচ্ছে। বৃহস্পতিবার থেকে গ্যাস উত্তোলনের জন্য শেষ মুহূর্তের প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) প্রকৌশলী আব্দুল জলিল প্রামাণিক এ তথ্য জানিয়েছেন।

গ্যাস ফিল্ডস কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে এই কূপে ৫০ লাখ ঘনফুট গ্যাসের সন্ধান মিলেছে। আনুষ্ঠানিক উত্তোলন শুরু হলে দু-একদিনের মধ্যেই জাতীয় গ্রিডে যুক্ত হবে এ গ্যাস।

এসজিএএফ সূত্র জানায়, পুরনো এই গ্যাস কূপটিতে গত আগস্ট মাসে পুনর্খনন শুরু করে বাপেক্স (বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড)। এতে প্রায় ৭৩ কোটি টাকা খরচ হয়েছে। কূপটির ২২৪২ ফুট গভীরে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এখানে আনুমানিক ১৬০০ টিসিএফ গ্যাস মজুত আছে বলে কর্মকর্তারা ধারণা করছেন।

১৯৬১ সালে আবিষ্কৃত হয় কৈলাশটিলা গ্যাসক্ষেত্র।  সেখানে এখন পর্যন্ত মোট ৮টি কূপ খনন করা হয়েছে। এর মধ্যে ২০২৩-২৪ অর্থবছরে উৎপাদনরত ৪টি কূপ থেকে গড়ে দৈনিক প্রায় ২৮.০৩ মিলিয়ন ঘনফুট উৎপাদিত গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা হয়।

সূত্রমতে, বন্ধ থাকা কূপগুলোতে পুনর্খনন বা ওয়ার্কওভারের উদ্যোগ নেওয়া হয় ২০২৩ সালেই। সে বছরই কূপ-২ এর ওয়ার্কওভার শেষে দৈনিক ৫.৮৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন শুরু হয়। পরবর্তী সময়ে কূপ-৮-এর পুনর্খনন ২০২৪ সালের জুনে শেষ হলে দৈনিক গড়ে ১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হচ্ছে।

চলতি বছরের জানুয়ারিতে কৈলাশটিলা-১ ছাড়াও ‘রশিদপুর-৩ ও বিয়ানীবাজার-২নং কূপ ওয়ার্কওভার’ প্রকল্প হাতে নেয় এসজিএফএল। এর আওতায় আগস্ট মাসে কৈলাশটিলা-১ কূপের পুনর্খনন শুরু হয়।

এসজিএফ সূত্র জানায়, সিলেট গ্যাস ফিল্ডের আওতাধীন ১৬টি কূপ থেকে ১৩ কোটি ৭০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত। কৈলাশটিলা-১ থেকে ৫০ লাখ ঘনফুট গ্যাস সঞ্চালন শুরু হলে জাতীয় গ্রিডে সবমিলিয়ে ১৪ কোটি ২০ লাখ ঘনফুট গ্যাস যুক্ত হবে।

সূত্র জানায়, কৈলাশটিলা ১ নম্বর গ্যাস কূপ থেকে ১৯৮৬-৯৫ সাল পর্যন্ত ২ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত হয়। ১৯৯৭ সাল পর্যন্ত চালু থাকার পর কূপটি বন্ধ হয়ে যায়। ১৯৯৮-২০০০ সালে এ কূপ থেকে ফের ২ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত হয়। ২০১৮ সালে সংযুক্ত হয় ৯০ লাখ ঘনফুট। ২০১৯ সাল থেকে ফের গ্যাস উত্তোলন বন্ধ হয়ে যায়। গত আগস্টে পুনর্খনন কার্যক্রম শুরু হয়ে এখন এখান থেকে জাতীয় গ্রিডে ৫০ লাখ ঘনফুট গ্যাস সংযুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে কর্মকর্তারা আভাস দিয়েছেন।

 

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত