নরসিংদীর পলাশে ভূমিকম্পের সময় মাটির দেয়াল ধসে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ছাড়া ভূমিকম্পের সময় ছাদের কার্নিশ ধসে পড়ে তিন জন গুরুতর আহতসহ বিভিন্ন স্থানে ৪০ জনের বেশি আহত হয়েছেন৷
নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনির হোসেন।
নিহত বৃদ্ধা পলাশ উপজেলার বাসিন্দা এবং গুরুতর আহত তিন জন নরসিংদী শহরের বাসিন্দা। এখন পর্যন্ত তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, পলাশে একটি মাটির দেয়াল ধসে পড়ে ভূমিকম্পের সময়। এ সময় তাড়াহুড়ো করে দৌড়ে বের হতে গিয়ে ওই বৃদ্ধার শরীরের ওপর পড়ে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতলে নেওয়ার আগেই তার মৃত্যু হয় ।
অপরদিকে, গাবতলী মাদ্রাসার পেছনের একটি গলিতে নির্মাণাধীন বহুতল ভবনের ওপর থেকে ইট খসে পড়ে পাশের একতলা একটি ভবনের ছাদের কার্নিশে। সেখান থেকে কার্নিশ ভেঙে নিচে পড়লে এক শিশুসহ মোট তিন জন আহত হয়। তাৎক্ষণিক তাদের নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
একই সময় জেলার বিভিন্ন উপজেলা শহর থেকে আহত হয়ে জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিকে আরও প্রায় ৪০ জন চিকিৎসা নেন। গুরুতর আহত তিন জনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায় নরসিংদী সদর হাসপাতাল কর্তৃপক্ষ।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ‘মাটির দেয়াল দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান আছে।’
















