নেত্রকোনার মদনে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার মদন ইউনিয়নের ফেকনি গ্রামের হাওরে এই মরদেহটি পাওয়া যায় বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিবার সকালে ফেকনি গ্রামের হাওরে কৃষকরা জমিতে কাজ করতে গিয়ে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পান। তারপর স্থানীয়রা মদন থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে সেটি উদ্ধার করে।
মদন থানার ওসি শামসুল আলম শাহ জানান, স্থানীয়রা এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ পাওয়ার খবর দিলে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা যায়, অজ্ঞাত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। মরদেহ উদ্ধারের সময় তার শরীরে তেমন কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কিছুদিন ধরে মদন উপজেলাসহ বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেন তিনি।
পিবিআই টিমকে জানানো হয়েছে। তারা এসে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করার কাজ করবেন। পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

















