জুলাই আন্দোলনে শহীদ ব্রাহ্মণবাড়িয়ার সন্তান মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে ‘কালি’ মেখে দিয়েছে। সোমবার (২৪ নভেম্বর) রাত থেকে ভোর পর্যন্ত কে বা কারা এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর আঞ্জুমান আরা স্কুল অ্যান্ড কলেজের সামনে শহীদ মীর মুগ্ধের একটি স্মৃতিস্তম্ভ রয়েছে। গত ৫ আগস্টের পর শেখ মুজিবুর রহমানে স্তম্ভ ভাঙচুর করলে সেই স্তম্ভে মীর মুগ্ধের ছবি বসানো হয়।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক সূত্র জানান, দুই দিন আগের একটি অনুষ্ঠানকে ঘিরে চিনাইরে বিরোধ চলছিল। এ বিরোধ নিয়ে সেখানে উত্তেজনা চলছে। এরই জেরে এ ঘটনা ঘটিয়ে কাউকে ফাঁসানোর চেষ্টা করা হতে পারে।
তবে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আজারুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবো।
















