
দেশের সব সংরক্ষিত বনসহ পাহাড়ের গাছ কাটা ও কাঠ পাচার নিষিদ্ধ। কিন্তু সরকারের এ নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বান্দরবানের লামার মাতামুহুরি, রাইক্ষ্যং সংরক্ষিত বনসহ পাহাড়ি প্রাকৃতিক বন নিধন এবং কাঠ পাচার করে চলেছে চোরাকারবারি সিন্ডিকেট। চোরাকারবারিদের সঙ্গে বন কর্মকর্তাদের যোগসাজশ থাকায় গহীন বন থেকে গাছ পাচার বন্ধ হচ্ছে না। এজন্য উজাড় হয়ে যাচ্ছে বনের গাছ।
চট্টগ্রাম বন ও ভূমি অধিকার সংরক্ষণ আন্দোলন এবং… বিস্তারিত
















