
সিরাজগঞ্জ–৩ আসনে বিএনপি প্রার্থী আয়নুলের মনোনয়নপত্র জমা
বাংলাদেশ
জার্নাল ডেস্ক 2025-12-29
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে সিরাজগঞ্জ–০৩ (রায়গঞ্জ–তাড়াশ–সলঙ্গা) সংসদীয় আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ভিপি আয়নুল হক।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় পাঁচ সদস্যের প্রতিনিধি দল নিয়ে তিনি রায়গঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিলের আগে রায়গঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দেশের শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মনোনয়নপত্র জমা শেষে রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই ভিপি আয়নুল হক নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি নির্বাচন কমিশনের কাছে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেন এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।
এ সময় ভিপি আয়নুল হক বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে সিরাজগঞ্জ–৩ আসনের জনগণের আশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।
দলীয় নেতাকর্মীরা জানান, সিরাজগঞ্জ–০৩ আসনে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভিপি আয়নুল হক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা বিশ্বাস করেন।
ভিপি আয়নুল হক বর্তমানে জেলা বিএনপি, সিরাজগঞ্জের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান, রায়গঞ্জ এবং রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজ থেকে তিনি তিনবার ভিপি নির্বাচিত হন।
তিনি জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের উপজেলা ও জেলা পর্যায়ে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৯৬ সালের সাত দলীয় ঐক্যজোট এবং ২০০১ সালের চার দলীয় ঐক্যজোটের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট হাসিনা সরকার কর্তৃক রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তার বিরুদ্ধে ১৭টি মামলা হয় এবং তিনি ছয়বার কারাবরণ করেন। ১/১১ পরবর্তী সময়ে তত্ত্বাবধায়ক সরকারের আমলে আন্দোলনে অংশগ্রহণের কারণে গ্রেপ্তার হয়ে দীর্ঘ সময় কারাভোগ করেন।
বাংলাদেশ জার্নাল/সিএম
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){ (function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){ _atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();












