Swadhin News Logo
শনিবার , ৩ জানুয়ারি ২০২৬ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

এ্যানির বছরে আয় ৪৭ লাখ টাকা, সম্পদ প্রায় ৪ কোটি

প্রতিবেদক
Nirob
জানুয়ারি ৩, ২০২৬ ১:৫৩ পূর্বাহ্ণ
এ্যানির বছরে আয় ৪৭ লাখ টাকা, সম্পদ প্রায় ৪ কোটি

এ্যানির বছরে আয় ৪৭ লাখ টাকা, সম্পদ প্রায় ৪ কোটি

বাংলাদেশ

জার্নাল ডেস্ক

2026-01-02

বিএনপির যুগ্ম মহাসচিব ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে সংসদ সদস্য প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি পেশায় একজন ব্যবসায়ী। তার সম্পদ ৩ কোটি ৯০ লাখ ৩১ হাজার ৬৭ টাকা। বছরে আয় ৪৭ লাখ ৩৬ হাজার ৫৪ টাকা। তার স্ত্রীর সম্পদের পরিমাণ ৩ কোটি ৪ লাখ ৭৯ হাজার ৬৭ টাকা এবং বছরে আয় ২৩ লাখ এক হাজার ৩৬৮ টাকা। তার বিরুদ্ধে মামলা রয়েছে ৬০টি। 

নির্বাচনী হলফনামায় তিনি এসব তথ্য উল্লেখ করেন।

লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার বশির উল্লাহ চৌধুরীর ছেলে এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ আসনের দুবারের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক।

হলফনামা অনুযায়ী, এ্যানি চৌধুরী এসএস কোম্পানি, রি রয়েল প্রোপার্টিজ ও মেসার্স বিইউ চৌধুরী অটো ফ্লাওয়ার মিলসের স্বত্তাধিকারী। এছাড়া রাইট গার্মেন্টস লিমিটেড, এগ্রো এনার্জি (প্রা.) লিমিটেড ও টিপ্পানি মার্বেল বিডি লিমিটেডের পরিচালক।

এ বিএনপি নেতা আগেও এসব ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার স্ত্রী পারভীন আক্তার চৌধুরীও পেশায় ব্যবসায়ী। তিনি সাবরান এসএস কোম্পানির স্বত্তাধিকারী ও ইনবিল্ড রিয়েল এস্টেট লিমিটেডের পরিচালক। এছাড়া তিনি সৈয়দ ট্রেজার্স বাদার্স লিমিটেড ও ঢাকা হাইড অ্যান্ড স্কিন লিমিটেডের শেয়ারহোল্ডার।

বিএনপির এ নেতার নামে এখন পর্যন্ত ৬০টি মামলা হয়েছে বলে হলফনামা থেকে জানা গেছে।

কয়েকটি মামলায় তিনি খালাস পেয়েছেন। কয়েকটি মামলায় তার অব্যাহতি মিলেছে। হাইকোর্টের নির্দেশে কয়েকটি মামলার কার্যক্রম স্থগিত হয়েছে এবং কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।

হলফনামায় এ্যানি জানিয়েছেন, দেশের বিভিন্ন স্থানে দায়ের করা গায়েবী মামলায় অজ্ঞাত পরিচয় আসামি হিসেবে তার নাম থাকতে পারে। তবে সেরকম তথ্য তার জানা নেই।

হলফনামায় অস্থাবর সম্পদের বিবরণে বলা হয়, মনোনয়নপত্র দাখিলের দিন এ্যানি চৌধুরীর কাছে ৯৬ হাজার ৭৮১ টাকা ছিল। স্ত্রীর কাছে ছিল ১ লাখ ৩২ হাজার ২০৯ টাকা।

ঢাকা ব্যাংকে প্রায় ৩০ লাখ ৮৫ হাজার ৫১৯ টাকা, এনসিসি ব্যাংকে (ব্যবসায়িক প্রতিষ্ঠান রি রয়েল প্রোপার্টিজ) হিসাবে প্রায় ১১ লাখ ৫৩ হাজার ১৬১ টাকা, মার্কেন্টাইল ব্যাংক (ব্যবসায়িক প্রতিষ্ঠান চৌধুরী এসএস কোম্পানি) হিসাবে প্রায় ৩ কোটি ৬১ লাখ ৬৩০ টাকা এবং মার্কেন্টাইল ব্যাংকে ব্যক্তিগত হিসাবে ২৯ হাজার ৪৭৪ ও অগ্রণী ব্যাংকে ২০ লাখ টাকা রয়েছে।

এছাড়া রাইট গার্মেন্টস লিমিটেডে ৯০ হাজার টাকা, টিপ্পানি মার্বেল বিডি লিমিটেডে ২ লাখ টাকা, এগ্রো এনার্জি (প্রা.) লিমিটেডে ৫ লাখ টাকার শেয়ার রয়েছে এ্যানির।

তার নিজের মালিকানাধীন বিজনেস ক্যাপিটেলে ৩১ লাখ ৭১ হাজার ৪১০ টাকা রয়েছে।

এ্যানি চৌধুরীর প্রায় ৬১ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের একটি টয়োটা ল্যান্ড ক্রুজার স্টেশন ওয়াগার জিএক্স গাড়ি রয়েছে। বিবাহকালীন উপহার হিসেবে পাওয়া প্রায় ১২০ তোলা স্বর্ণ আছে এবং স্ত্রীর রয়েছে ৩০ তোলা স্বর্ণ।

এছাড়া ১ লাখ টাকার ইলেকট্রিক পণ্য, ২ লাখ টাকার আসবাবপত্র রয়েছে।

তিনি ১ কোটি ৪২ লাখ টাকা আর্থিক লোন প্রদান করেছেন। তিনি ১০ লাখ টাকা দিয়ে বোট ক্লাবের ও ১ লাখ টাকা দিয়ে নোয়াখালী ক্লাবে মেম্বারশীপ গ্রহণ করেন।

উল্লেখিত সম্পদের অর্জনকালীন মূল্য প্রায় ৩ কোটি ২৫ লাখ ২৭ হাজার ৫৭১ টাকা; যার বর্তমান মূল্য প্রায় ৫ কোটি ৩৬ লাখ ৪৫ হাজার ৫৭১ টাকা।

স্থাবর সম্পদের বিবরণে বলা হয়েছে, এ্যানি চৌধুরীর প্রায় ৪০ লাখ টাকার জমি রয়েছে। লক্ষ্মীপুরে পৈত্রিক সূত্রে প্রাপ্ত পায় ১২৭ শতাংশ জমি রয়েছে। তার নামে রাজধানীর বনানী মডেল টাউনে ৫০ লাখ টাকা মূল্যের ৫ কাঠা জমি, তেজগাঁও শিল্প এলাকায় ১০ লাখ টাকা মূল্যের ৫ কাঠা জমি আছে।

তার লক্ষ্মীপুরে নির্মাণাধীন একটি আবাসিক ভবনের ১/৬ অংশ মালিকানা (মূল্য-৯ লাখ ১৬ হাজার ১৮৯ টাকা) রয়েছে। তেজগাঁও বাণিজ্যিক এলাকায় ৯ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ৩৬০০ স্কয়ার ফুটের একটি গোডাউন রয়েছে।

১ লাখ ২৫ হাজার টাকার বিনিয়োগ রয়েছে বাকুশা হকার্স মার্কেট সমবায় সমিতিতে। উল্লেখিত সম্পদের অর্জনকালীন মূল্য ১ কোটি ৪২ লাখ ৩৯ হাজার ৫৯৯ টাকা।

হলফনামায় দায় উল্লেখ করা হয়, মার্কেন্টাইল ব্যাংকে ব্যাক্তিগত দুটি হিসাবের ক্রেডিট কার্ডের ২৪ হাজার ৪১২ টাকা, ব্যক্তিগত ঋণ ৩০ লাখ টাকা, জমি ও গোডাউন ভাড়ার থেকে ৭ লাখ ৪০ হাজার টাকা দায় রয়েছে।

১ কোটি ৯৮ লাখ ৩৬ হাজার ২০৮ টাকা ব্যবসায়িক ও ১৩ লাখ ৬৫ হাজার ৬২৮ টাকা কার লোন রয়েছে।

তার মার্কেন্টাইল ব্যাংকের দুটি হিসাবে ২ লাখ ২৭ হাজার ২৮২ টাকা দায় রয়েছে। এছাড়া ব্যক্তিগত লোন রয়েছে ১ কোটি ৪৬ লাখ ৮০ হাজার টাকা এবং জমি বিক্রির অগ্রিম ১ কোটি টাকা দায় রয়েছে।

এ্যানির স্থাবর সম্পত্তি থেকে বছরে ৩০ লাখ ৫৫ হাজার ৮১০ টাকা, ব্যবসায় থেকে ১৬ লাখ ৬৩ হাজার ৬৫২ টাকা, ব্যাংক আমানত ১৬ হাজার ৫৯২ টাকা ও উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি বিক্রি থেকে আয় ৩৫ লাখ ৯২ হাজার ৬৫৪ টাকা আয় হয়।

তিনি সবশেষ ৯ লাখ ৮৬ হাজার ৫৮ টাকা এবং তার স্ত্রী ৩ লাখ ২০ হাজার ৩৪২ টাকা আয়কর দিয়েছেন।

হলফনামায় অসত্য তথ্য দিয়ে পার পাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা। নির্বাচিত হওয়ার পরও যদি অসত্য তথ্য ধরা পড়ে, তাহলে ভোটের পরও ব্যবস্থা নিতে পারবে ইসি।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী হতে আড়াই সহস্রাধিক মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে অর্ধশত দলের তরফে প্রার্থী হতে চান দুই সহস্রাধিক, বাকিরা স্বতন্ত্র প্রার্থী। বিএনপির প্রার্থী রয়েছে ৩৩১ জন।

বাছাই, আপিল ও নিষ্পত্তি শেষে প্রার্থিতা চূড়ান্ত হবে ২০ জানুয়ারি; পরদিন তাদের প্রতীক দেবেন রিটার্নিং কর্মকর্তা। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদের সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোটও হবে।

বাংলাদেশ জার্নাল/এমপি
 

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

সর্বশেষ - আন্তর্জাতিক