Swadhin News Logo
শুক্রবার , ৪ জুলাই ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. কৃষি ও প্রকৃতি
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. বই থেকে
  14. বিচিত্র নিউজ
  15. বিজনেস

সাবেক এমপি জাফর আলম আরও ৭ দিনের রিমান্ডে

প্রতিবেদক
Nirob
জুলাই ৪, ২০২৫ ১:০১ পূর্বাহ্ণ
সাবেক এমপি জাফর আলম আরও ৭ দিনের রিমান্ডে

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমের আরও তিন মামলায় মোট সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২ জুলাই) সকালে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবির এ আদেশ দেন।

চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম সরওয়ার জানান, বুধবার সকালে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জাফর আলমকে হাজির করে পেকুয়া থানায় করা একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে পেকুয়া থানার পুলিশ। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের দিন পেকুয়া উপজেলার টৈটং এলাকায় বটতলী শফিকিয়া মাদ্রাসা কেন্দ্রে ধানের শীষ প্রতীকের এক এজেন্টকে মারধর করে গুরুতর জখম করার ঘটনায় করা মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য পেকুয়া থানার পুলিশ রিমান্ডের আবেদন করে।

তিনি জানান,আদালত পেকুয়া থানায় করা আরও দুটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পেকুয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে।

জাফর আলমকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে তোলা হয়েছে। আদালতে পুলিশের পাশাপাশি র‍্যাব সদস্য মোতায়েন করা হয়।

আদালতের এপিপি আরও জানান, গত ১৮ জুন চকরিয়া থানায় করা পাঁচ মামলায় সাবেক এমপি জাফর আলমের ১৪ দিনের রিমান্ড বুধবার শেষ হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক