Swadhin News Logo
শুক্রবার , ৪ জুলাই ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু

প্রতিবেদক
Nirob
জুলাই ৪, ২০২৫ ৪:৩৪ পূর্বাহ্ণ
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু

সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি ওয়ার্ডের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসবের ঘটনা ঘটেছে। গত বুধবার (২ জুলাই) বিকালে হাসপাতালের দ্বিতীয় তলার ১৫ নম্বর ওয়ার্ডের সামনের বারান্দায় এ ঘটনা ঘটে।

স্বজনরা জানান, হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় দুই প্রসূতির প্রসববেদনা ওঠে। তবে চিকিৎসক ও নার্সদের সহযোগিতা চেয়েও না পেয়ে স্বজনসহ অন্যদের সহযোগিতায় বারান্দায় সন্তানের জন্ম দেন। এর মধ্যে এক নবজাতকের মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ধারণক্ষমতার অতিরিক্ত রোগী ভর্তি থাকায় তারা শয্যা পাননি। দুই প্রসূতি জরুরি অবস্থায় গিয়েছিলেন। ভিড় থাকায় ভেতরে জরুরি অবস্থার বিষয়টি তারা জানাতে পারেননি। এক প্রসূতি সময়ের আগেই সন্তান জন্ম দেওয়ায় নবজাতকটিকে বাঁচানো যায়নি। তবে মা সুস্থ আছেন।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিলেটের কোম্পানীগঞ্জের চাটিবহর গ্রামের শাহিন মিয়ার স্ত্রী সুমি বেগম (১৯) ও গোলাপগঞ্জের দক্ষিণ রামপাশা গ্রামের রতন চন্দ্র দাসের স্ত্রী সুপ্রিতা রানী দাস (২৫) বুধবার হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুমি বেগমের সন্তান জন্মের পরই মারা যায়। দুই প্রসূতি এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সুমি বেগমের মা রাজিয়া বেগম জানান, মেয়েকে বুধবার বিকাল ৩টার দিকে হাসপাতালে ভর্তি করান। এরপর প্রসূতি ওয়ার্ডে নিয়ে যাওয়ার পর জায়গা পাননি। এ সময় মেয়ের প্রসববেদনা উঠলে ওয়ার্ডের ভেতরে যেতে চাইলেও যেতে দেওয়া হয়নি। একপর্যায়ে উপস্থিত অন্যরা ভেতরে নার্সদের খবর দিলেও বিষয়টি আমলে নেওয়া হয়নি। পরে হাসপাতালের বারান্দাতেই তিনিসহ অন্যদের সাহায্যে নবজাতকের জন্ম হয়। সন্তান প্রসবের পর ওয়ার্ডের নার্সরা গিয়েছিলেন। পরে তার মেয়েকে ওয়ার্ডের ভেতরে নেওয়া হয়।

রাজিয়া বেগম আরও জানান, তার মেয়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় সন্তান প্রসব করেন। সময়ের আগে সন্তান প্রসব ও হাসপাতালের অসহযোগিতায় মেয়ের বাচ্চাটি মারা গেছে। মেয়ের সন্তান প্রসব হওয়ার প্রায় ১০ মিনিট পর আরও এক প্রসূতির প্রসববেদনা ওঠে। তিনিও বারান্দায় একইভাবে সন্তান জন্ম দেন।

এ বিষয়ে হাসপাতালের উপ-পরিচালক সৌমিত্র চক্রবর্তী জানান, হাসপাতালের ধারণক্ষমতা ৯০০। চিকিৎসাধীন আছেন প্রায় দুই হাজার ৮০০ রোগী। প্রসূতি ওয়ার্ডে ২৪ ঘণ্টায় রোগী ভর্তি করা হয়। একসঙ্গে ২৫ থেকে ৩০ জন প্রসূতি ভর্তির জন্য চলে আসেন। ভর্তির কক্ষে শয্যা আছে পাঁচটি। সেখানে প্রসূতিদের পরীক্ষা করার পর ভর্তি করা হয়। প্রসূতিদের অবস্থা দেখেই প্রসব করানোর জন্য শয্যা দেওয়া হয়। ওই দুই প্রসূতি জরুরি অবস্থায় এসেছিলেন। সেখানে ভিড় থাকায় ভেতরে জরুরি অবস্থার বিষয়টি তারা জানাতে পারেননি। এ ছাড়া যে কক্ষে পরীক্ষা করা হয়, সেটি শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় বাইরের শব্দ ভেতরে যায়নি।

তিনি আরও বলেন, চিকিৎসক ও নার্সরা সেবা দেননি কিংবা সেবা দেওয়ার মনোভাব নেই—এমনটি না। ৯০০ শয্যার হাসপাতালে তিন হাজারের কাছাকাছি রোগীকে সেবা দেওয়া হচ্ছে, বিষয়টি বুঝতে হবে। প্রসূতি দুই নারী সুস্থ আছেন। এক প্রসূতি সময়ের আগেই সন্তান জন্ম দিয়েছেন। এ জন্য শিশুটিকে বাঁচানো যায়নি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ

Cel Mai Bun Bonus Gratuit De Înscriere Fără Depunere Din Filipine ℹ️ România   Try It Now

Cel Mai Bun Bonus Gratuit De Înscriere Fără Depunere Din Filipine ℹ️ România Try It Now

কনে দেখতে যাওয়ার পথে ডুবে গেল নৌকা, শিশুসহ নিখোঁজ ২

কনে দেখতে যাওয়ার পথে ডুবে গেল নৌকা, শিশুসহ নিখোঁজ ২

হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে এবার জাহাঙ্গীরনগরে বিক্ষোভ

হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে এবার জাহাঙ্গীরনগরে বিক্ষোভ

রংপুরে গণপিটুনিতে দুইজন নিহতের ঘটনায় গ্রেফতার ৪ জন রিমান্ডে

রংপুরে গণপিটুনিতে দুইজন নিহতের ঘটনায় গ্রেফতার ৪ জন রিমান্ডে

আদালতের হাজতখানা থেকে পালানো আসামি গ্রেফতার

আদালতের হাজতখানা থেকে পালানো আসামি গ্রেফতার

রাঙ্গুনিয়ায় ১৪ মামলার আসামি ‘শীর্ষ সন্ত্রাসী’ তোফায়েল গ্রেফতার

রাঙ্গুনিয়ায় ১৪ মামলার আসামি ‘শীর্ষ সন্ত্রাসী’ তোফায়েল গ্রেফতার

সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কেন এত ভয়াবহ রূপ ধারণ করছে টেক্সাসের বন্যা?

কেন এত ভয়াবহ রূপ ধারণ করছে টেক্সাসের বন্যা?

মার্কিন বাঙ্কার বাস্টার বোমা কি ইরানের প্রধান পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে পারবে

মার্কিন বাঙ্কার বাস্টার বোমা কি ইরানের প্রধান পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে পারবে