Swadhin News Logo
শুক্রবার , ৪ জুলাই ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. কৃষি ও প্রকৃতি
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. বই থেকে
  14. বিচিত্র নিউজ
  15. বিজনেস

প্রিপেইড মিটার বন্ধের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

প্রতিবেদক
Nirob
জুলাই ৪, ২০২৫ ১০:৩৫ পূর্বাহ্ণ
প্রিপেইড মিটার বন্ধের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

পঞ্চগড় করেসপনডেন্ট:

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড— নেসকো’র প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) উপজেলার ভজনপুর বাজার এলাকায় বুড়াবুড়ি, ভজনপুর ও দেবনগড় ইউনিয়নের জনসাধারণের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, প্রিপেইড মিটার প্রকল্পটি পূর্ববর্তী সরকারের একটি অমানবিক ও জনবিরোধী সিদ্ধান্ত। বক্তারা অভিযোগ করেন, এই প্রজেক্টের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে এবং এখনও তা অব্যাহত রয়েছে।

একে ‘ডিজিটাল লুটপাটের কারখানা’ বলে উল্লেখ করে বক্তারা বলেন, এই মিটার সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলবে। আগে শহর, বিভাগ, জেলা, পৌরসভা, ইউনিয়ন ও পরে ওয়ার্ড বা গ্রাম পর্যায়ে স্থাপন করা হোক। কিন্তু সবার আগে গ্রামে এই মিটার চালু হলে আমরা ক্ষতিগ্রস্ত হবো।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা চেম্বার অব কমার্সের পরিচালক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সদস্য সচিব জাকির হোসেনসহ আরও অনেকে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে একটি স্মারকলিপি প্রদান করেন। বক্তারা জানান, দাবি মানা না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।

/এমএইচআর

সর্বশেষ - আন্তর্জাতিক