বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশ কোনও দুর্বৃত্তের হাতে বন্দি হয়ে যাক কিংবা আরেকটি ফ্যাসিবাদ ফিরে আসুক—এটা আমরা চাই না।’
শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় ফেনী শহরের ‘কিং অফ কমিউনিটি সেন্টারে’ জেলা জামায়াত আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, ‘নির্বাচনের আগে দেশের রাজনৈতিক পরিবেশে কিছু জরুরি ও মৌলিক সংস্কার প্রয়োজন। সেই সংস্কারের পথে বাধা দেওয়া কোনও দলের রাজনৈতিক সদিচ্ছার পরিচয় হতে পারে না। সংস্কার ছাড়া নির্বাচন হলে তা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না।’
তিনি বলেন, ‘এমন একটি পরিবেশ তৈরি করতে হবে, যেখানে জনগণ নিজের ভোটাধিকার প্রয়োগে নিরাপদ ও উৎসাহী বোধ করে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
সভাপতিত্ব করেন ফেনী জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান এবং সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি মুহাম্মদ আবদুর রহীম।
সমাবেশে আরও বক্তব্য রাখেন— কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সাবেক জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, সাবেক জেলা আমির এ কে এম শামছুদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় শূরা সদস্য ডা. ফখরুদ্দীন মানিক এবং এস এম কামাল উদ্দিন।