আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধ বন্ধের জন্য একটি যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি সশস্ত্রগোষ্ঠী হামাসকে জানিয়েছে যে রোববার (৬ জুলাই) থেকে আলোচনা পুনরায় শুরু হবে।
একজন ফিলিস্তিনি কর্মকর্তা সংবাদ সংস্থা এএফপিকে জানান, ‘মধ্যস্থতাকারীরা আজ দোহায় হামাস ও ইসরায়েলের মধ্যে নতুন এক দফা পরোক্ষ আলোচনা শুরু হবে।’
ইসরায়েলি একটি প্রতিনিধিদল রোববার (৬ জুলাই) দোহায় পৌঁছানোর কথা রয়েছে, যেখানে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির চুক্তি নিয়ে আলোচনা হবে। এরপর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটন সফর করবেন।
নেতানিয়াহু আগেই ঘোষণা দিয়েছিলেন যে তিনি কাতারে একটি দল পাঠাচ্ছেন—যুদ্ধবিরতি আলোচনায় কাতার একটি প্রধান মধ্যস্থতাকারী দেশ। তবে তিনি বলেছেন, হামাসের দেয়া প্রস্তাবের উত্তরে কিছু ‘অগ্রহণযোগ্য’ দাবি রয়েছে।
২২ মাস ধরে চলা এই যুদ্ধ বন্ধের ক্রমবর্ধমান চাপের মুখে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন, যিনি যুদ্ধবিরতির জন্য নতুন করে চাপ দিচ্ছেন।
শনিবার (৫ জুলাই) ইসরায়েলের তেলআবিবে বন্দিদের পরিবার সমবেত হয়েছিলেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় আটকে পড়া জিম্মিদের মুক্তির দাবিতে সাপ্তাহিক বিক্ষোভে যোগ দেয় হাজারো ইসরায়েলিরা।
হামাস শুক্রবার (৪ জুলাই) জানিয়েছিল যে তারা ‘তাৎক্ষণিক ও গুরুত্বসহকারে’ আলোচনায় অংশ নিতে প্রস্তুত।
নেতানিয়াহুর অফিস থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘হামাস কাতারি প্রস্তাবে যে পরিবর্তন চাইছে, তা ইসরায়েলের জন্য অগ্রহণযোগ্য।’
গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, রোববার (৬ জুলাই) ইসরায়েলি বাহিনীর হামলায় ১৪ জন নিহত হয়েছে। গাজায় মিডিয়া নিষেধাজ্ঞা ও অনেক এলাকায় প্রবেশে বাধার কারণে প্রকৃত সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ইসরায়েলি সেনাবাহিনী এএফপিকে জানিয়েছে, সুনির্দিষ্ট স্থান ছাড়া তারা কোনো হামলা সম্পর্কে মন্তব্য করতে পারবে না।
এদিকে, হামাস মার্কিন-সমর্থিত প্রস্তাবের প্রতি তাদের প্রতিক্রিয়া প্রকাশ্যে বিশদভাবে জানায়নি, যা কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরা পেশ করেছিল।
আলোচনার সঙ্গে যুক্ত দু’জন ফিলিস্তিনি সূত্র জানান, প্রস্তাবে ৬০ দিনের যুদ্ধবিরতির কথা রয়েছে, যার মধ্যে হামাস ১০ জন জীবিত জিম্মি ও কিছু মৃতদেহ মুক্ত করবে। বিনিময়ে ইসরায়েল ফিলিস্তিনি বন্দিদের ছাড়বে।
তবে হামাস ইসরায়েলের সেনা প্রত্যাহার, আলোচনা চলাকালে যুদ্ধ পুনরারম্ভ না করার নিশ্চয়তা এবং জাতিসংঘের নেতৃত্বে সাহায্য বিতরণ ফিরিয়ে আনার মতো শর্ত দিয়েছে।
সূত্র: আরব নিউজ।
/এআই