Swadhin News Logo
বৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. কৃষি ও প্রকৃতি
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. বই থেকে
  14. বিচিত্র নিউজ
  15. বিজনেস

রাজনীতিবিদরা সামনে বড় কথা বলে, কিন্তু ভেতরে নেগোসিয়েশন চলে: সারজিস

প্রতিবেদক
Nirob
জুলাই ১০, ২০২৫ ১১:০৬ পূর্বাহ্ণ
রাজনীতিবিদরা সামনে বড় কথা বলে, কিন্তু ভেতরে নেগোসিয়েশন চলে: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আগের মতোই চাঁদাবাজি, সিন্ডিকেট, দখলদারিত্ব, মাদক ব্যবসা ও কালো টাকার বিশাল বড় বিজনেস সবকিছু চলছে। শুধু ভাগ বাটোয়ারার পার্সেন্টেজটা চেঞ্জ হয়েছে।’

বুধবার (১০ জুলাই) রাত ১০টার দিকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, ‘রাজনীতিবিদরা সামনে এসে বড় বড় কথা বলে। কিন্তু ভেতরে ভেতরে তাদের নেগোসিয়েশন চলে। ভেতরে ভেতরে একসঙ্গে ব্যবসা প্রতিষ্ঠান চালায়। ৩৬ দিনের লড়াইয়ে আমরা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি। আমরা যে লড়াইটা শুরু করেছি, শহিদদের সঙ্গে কমিটমেন্টটা ঠিক রেখে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। কোনও ব্যক্তি, গোষ্ঠী বা কোনও নির্দিষ্ট দলকে ভয় পাওয়া চলবে না। কেউ যদি লক্ষ্য থেকে বিচ্যুত হয়, ভুল পথে হাঁটে এবং অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ে—সেটা যে কেউ হোক না কেন তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে।’

সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডাক্তার তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবীর সৌরভ ও তানভীর মাহমুদ মন্ডলসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আন্তর্জাতিক