Swadhin News Logo
বৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. কৃষি ও প্রকৃতি
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. বই থেকে
  14. বিচিত্র নিউজ
  15. বিজনেস

রাঙ্গুনিয়ায় একজনকে প্রকাশ্যে গুলি করে হত্যা

প্রতিবেদক
Nirob
জুলাই ১০, ২০২৫ ৬:৫১ অপরাহ্ণ
রাঙ্গুনিয়ায় একজনকে প্রকাশ্যে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় এক দিনমজুরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। উপজেলার পদুয়া ইউনিয়নের মোবারক আলী টিলা এলাকায় বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে এই ঘটনা ঘটে।

নিহতের নাম মো. রাসেল (২৫)। তিনি ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় লোকজন জানান, নিহত রাসেল এক বছর আগে প্রবাস থেকে দেশে ফিরেছেন। বর্তমানে দিনমজুর হিসেবে কাজ করছেন। মোবারক আলী টিলা এলাকায় বৃহস্পতিবার বিকালে একদল সন্ত্রাসী তাকে প্রকাশ্যে একাধিক গুলি করে এবং কুপিয়ে হত্যা করে পাশের ধানি জমিতে ফেলে চলে যায়। তবে কারা, কী কারণে তাকে হত্যা করা হয়েছে—তা জানাতে পারেননি পুলিশ।

এ প্রসঙ্গে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, নিহতের শরীরে একাধিক শটগানের গুলির চিহ্ন রয়েছে। তাকে গুলি করার পাশাপাশি ধারালো অস্ত্রের সাহায্যে কুপিয়ে জখম করে মৃত্যু নিশ্চিত করা হয়। লাশটি উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত