বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের অঙ্গীকার নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সারা দেশে শুরু করেছে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১১ জুলাই) দলটির পদযাত্রা খুলনা সফর করবে। ইতিমধ্যেই এনসিপি খুলনা জেলা ও মহানগর নেতৃবৃন্দ পৃথক সংবাদ সম্মেলনে এ সফর সফল করার ঘোষণা দিয়েছেন।
সফরকালে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে থাকবেন- এনসিপির দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সারজিস আলমসহ কেন্দ্রীয় কমিটির একঝাঁক উদ্যমী তরুণ নেতৃত্ব। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো, দেশের প্রান্তিক জনগণের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ও ভাবনা তুলে ধরা।
অনুষ্ঠানসূচি অনুযায়ী দুপুর দেড়টায় খুলনার বাইতুন নূরে জুমার নামাজ আদায় করবেন নেতারা, বিকাল সাড়ে ৩টায় আহত ও শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ, বিকাল সোয়া ৪টায় সার্কিট হাউজ থেকে পিটিআই, রয়েল ময়লাপোতা নিরালা সোনাডাঙ্গা হয়ে শিববাড়ীতে বিকাল ৫টায় পথসভা, সন্ধ্যা সাড়ে ৬টায় পিপলস মোড়ে পথসভা, রাত সোয়া ৭টায় চিত্রালি বাজার থেকে দৌলতপুর মোড় পর্যন্ত গণসংযোগ ও রাত ৮টায় দৌলতপুরে পথসভা।