পারিবারিক কলহের জেরে নেত্রকোনায় কুড়াল দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যার পর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন স্বামী নিজেও। শনিবার (১২ জুলাই) দুপুরে জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের নত্তিপাড়া গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে।
নিহত স্বামী-স্ত্রী হলেন- রাশেদ মিয়া (৩৪) এবং রাবেয়া পারভীন (২৯)। তারা দুজনই নত্তিপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে শনিবার দুপুরে একপর্যায়ে রাশেদ মিয়া বসতঘরের দরজা বন্ধ করে কুড়াল দিয়ে স্ত্রী রাবেয়াকে কুপিয়ে জখম করেন। পরে তিনি নিজেও ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বিষয়টি টের পাওয়ার পর তাদের স্বজন ও প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় রাবেয়া পারভীনকে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীকে প্রথমে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন রাশেদ। পরে নিজেও ফাঁসিতে ঝুলে আত্মহত্যার পথ বেছে নেন। ঘটনাস্থল থেকে রক্তমাখা কুড়াল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মরদেহ দুটিও উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’