জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমাদেরকে বাধা ও এই পথকে রুদ্ধ করার চক্রান্ত চলছে। আমি তাদের উদ্দেশে বলছি, বাধা দিলে বাধবে লড়াই এবং সেই লড়াইয়ে আরাই জিতবো। আমাদের এ লড়াই চলবে সংসদে যাওয়া পর্যন্ত।’ এ সময় তিনি বরগুনার তরুণদের দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
সোমবার (১৪ জুলাই) বরগুনায় পদযাত্রা করেন এনসিপির নেতারা। বিকাল ৫টায় বরগুনা পৌর মার্কেট প্রাঙ্গণে এক পথসভায় তিনি এ কথা বলেন। বরগুনার পথসভায় নেতাকর্মীদের ঢল নেমেছে।
পথসভায় অংশ নিতে বিকাল পৌনে ৫টায় সভাস্থলে পৌঁছান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক তালাত মাহমুদ রাফিসহ অন্য নেতৃবৃন্দ।