Swadhin News Logo
বুধবার , ১৬ জুলাই ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

কক্সবাজার সৈকতে গোসলে নেমে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদক
Nirob
জুলাই ১৬, ২০২৫ ৪:৫৩ অপরাহ্ণ
কক্সবাজার সৈকতে গোসলে নেমে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজার সমুদ্রসৈকতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী ভেসে মারা যাওয়ার নয় দিনের মাথায় এবার সাগরে গোসল করতে নেমে মারা গেছে এক স্কুলশিক্ষার্থী। তার নাম রাইয়ান নূর আবু সামিম। বুধবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে সৈকতের শৈবাল পয়েন্টে এই ঘটনা ঘটে।

নিহত রাইয়ান নূর আবু সামিম শহরের বৈদ্যঘোনা এলাকার মো. ইসমাইলের ছেলে এবং কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

আবু সামিমের বড় ভাই ফাইয়ান নূর আবু রামিম জানান, সকালে বন্ধুরা মিলে ফুটবল খেলতে সৈকতে যায়। খেলার পর সবাই মিলে সাগরে গোসল করতে নামে। এ সময় ডুবে যায় রাইয়ান নূর আবু সামিম। ঘটনাটি দেখতে পেয়ে কয়েকজন মাছের পোনা আহরণকারী এগিয়ে গিয়ে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন। দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সৈকতের সী-সেইফ লাইফ গার্ডের সুপারভাইজার মোহাম্মদ ওসমান বলেন, ‘সৈকতের শৈবাল পয়েন্টে সাগরে নামা নিষেধ রয়েছে। এ ছাড়া এই পয়েন্টে লাইফ গার্ডের সদস্যরা থাকে না।’

এ ব্যাপারে ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, ‘এমন ঘটনাগুলো অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক। বার বার নিষেধ করার পরও লোকজন তাদের মনমতো স্থানে সাগরে নেমে যাচ্ছে।’

 

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত