Swadhin News Logo
বুধবার , ১৬ জুলাই ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

আবু সাঈদ জুলাই গণঅভ্যুত্থানের একজন বীরশ্রেষ্ঠ: আসিফ নজরুল

প্রতিবেদক
Nirob
জুলাই ১৬, ২০২৫ ৬:৪৬ অপরাহ্ণ
আবু সাঈদ জুলাই গণঅভ্যুত্থানের একজন বীরশ্রেষ্ঠ: আসিফ নজরুল

আইন ও বিচার উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ জুলাই গণঅভ্যুত্থানের একজন বীরশ্রেষ্ঠ। যিনি নিশ্চিত মৃত্যু জেনেও গুলির সামনে অবিচলভাবে দাঁড়িয়ে ছিলেন।’

বুধবার (১৬ জুলাই) রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাঈদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, ‘আমি ১৬ জুলাই আবু সাঈদের মৃত্যুর ভিডিও দেখিনি, শুনেছি। শুনছিলাম বিভিন্ন জায়গায় গুলি হচ্ছে। আমি প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ দাবি করেছিলাম। এ সময় অনেকে আমাকে বলেছিল বাসায় না থাকতে। আমি রাত্রে এক সহকর্মীর বাসায় ছিলাম। তখন আবু সাঈদ মৃত্যুকে বরণ করার ভিডিও ভাইরাল হয়ে গেছে। আমি ১৭ জুলাই প্রথম ভিডিও টা দেখি। আমি মানুষ হিসেবে খুব সাহসী না। কিন্তু তার ভিডিও দেখে আমার মনে হয়েছিল, আমাদের ভয় পাওয়ার কোনও অধিকার নেই। নিশ্চিত মৃত্যু জেনে একটা ছেলে জীবন দিতে পারে, আমরা তাদের অভিভাবক, আমাদের তো ভয় পাবার কোনও অধিকার নেই। আমি আশ্চর্য হয়ে যাই তার এমন আত্মত্যাগে।’

তিনি বলেন, ‘আমার মতো মধ্য বয়সী ভীতু মানুষকে জীবনের পরোয়া না করে দিনে রাতে আন্দোলনে থাকতে উদ্বুদ্ধ করেছে। আবু সাঈদের মনে এত বড় শক্তি ছিল।
আমি তার বিভিন্ন ফুটেজ দেখেছি, তার ফেসবুক স্ট্যাটাস দেখি। মৃত্যুর তিন দিন আগে ১৩ জুলাই নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, শহীদ শামসুজ্জোহা স্যারের কথা উল্লেখ করে, এভাবে বেঁচে থাকার চেয়ে তার মতো মরে যাওয়া অনেক সম্মানের। তিনি ওই দিন আরও অন্য একটি স্ট্যাটাসে বলেছেন অত্যাচারীদের সঙ্গে ১০০ বছর বাঁচার চেয়ে এর থেকে মরে যাওয়া অনেক সম্মানের ও আনন্দের।’

এই উপদেষ্টা বলেন, ‘শহীদ আবু সাঈদের হত্যার বিচার শুরু হয়েছে। তাকে যারা গুলি করে হত্যা করেছে সেই পুলিশ কনস্টেবল সুজন চন্দ্র ও এএসআই আমির আলী ইতিমধ্যে গ্রেফতার হয়েছে। তাদের বিচারের জন্য ফরমাল চার্জ গঠন করা হয়েছে।’

তিনি বলেন, ‘আপনারা আমাদের সমালোচনা করেন, বিচার কেন দেরি হচ্ছে। এ জন্য তো জুলাই আন্দোলন হয়েছে। আমরা চাই বেশি বেশি আমাদের সমালোচনা করেন। আমাদের জবাবদিহিতার মধ্যে রাখেন।’

আসিফ নজরুল বলেন, ‘বিচার শুরু করলাম, তখন কোর্ট ভবন ছিল না। প্রকৌশলীরা বললেন, তিন মাস লাগবে। আমরা দ্রুততার সঙ্গে কাজ করিয়েছি। বিচারক ছিল, না বিচারক নিয়োগ দিয়েছি। দেশীয় ও আন্তর্জাতিকভাবে বিচার গ্রহণযোগ্য করতে যা যা করার করছি।’

পরিবেশ, বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আবু সাঈদের মৃত্যু আন্দোলনকে চূড়ান্ত দিকে নিয়ে গেছে। আমি বলবো, আবু সাঈদ মৃত্যুকে জয় করেছে বলেই অভ্যুত্থান সফল হয়েছে।’

এর আগে উপদেষ্টা আসিফ নজরুল রিজওয়ানা হাসান বুধবার সকাল সাড়ে ১০টায় রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবু সাঈদ গেটের সামনে আসেন। এখানেই ১৬ জুলাই তাকে গুলি করে হত্যা করা হয়। দুই উপদেষ্টা আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা পায়ে হেঁটে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ গেটের পেছনে শহীদ আবু সাঈদ তোরণ ও জাদুঘর নির্মাণকাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এরপর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আলোচনায় যোগ দেন দুই উপদেষ্টা।

এদিকে শহীদ আবু সাঈদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বেরোবির শহীদ আবু সাঈদ গেটের সামনে পথ সভা করেন। এ ছাড়াও গণসংহতি আন্দোলনের উদ্যোগে সেখানে সমাবেশ করেন। বক্তব্য দেন দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অপরদিকে সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবরে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিলসহ নানান আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ আবু সাঈদের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শওকত আলী। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত