গোপালগঞ্জে সমাবেশ শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা এখন খুলনায় অবস্থান করছেন। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টায় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রহরায় তারা খুলনায় এসে পৌঁছেছেন। নেতারা খুলনা সার্কিট হাউজ এবং হোটেল সিটি ইন এ অবস্থান করছেন। তারা রাত সাড়ে ৯টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করবেন।
এনসিপি খুলনার নেতা আহমেদ হামিম রাহাত এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শীর্ষ নেতারাই সংবাদ সম্মেলন করবেন। তারা বিস্তারিত সাংবাদিকদের আলোচনা করবেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও খুলনা জেলা শাখার সদস্যসচিব সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, ‘গোপালগঞ্জের ঘটনার পর এনসিপির শীর্ষ নেতাদের খুলনায় নিয়ে আসতে খুলনা মহানগরীর শিববাড়ি মোড় থেকে বিকালেই মোল্লাহাটের উদ্দেশ্যে রওনা হন নেতাকর্মীরা। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে সেখানে গিয়ে তারা কেন্দ্রীয় নেতাদের খুলনায় নিয়ে আসেন। বিকাল ৫টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা সেনা নিরাপত্তায় মোল্লারহাট ব্রিজ পার হন।
উল্লেখ্য, গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। বুধবার (১৬ জুলাই) দুপুর সাড়ের ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ সময় অবরুদ্ধ হয়ে পড়েন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।