রংপুরের পীরগঞ্জ উপজেলার বিশ মাইল নামক স্থানে দ্রুতগামী বাস মহাসড়কের পাশে দাঁড়ানো ট্রাক ও হাইওয়ে পুলিশের গাড়িকে চাপা দিলে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশ সার্জেন্ট ও কনস্টেবলসহ ১০ জন। পুলিশ কনস্টেবলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৬ জুলাই) মধ্যরাতে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের বড়দরগা হাইওয়ে থানা ওসি ওমর ফারুক।
পুলিশ জানায়, বুধবার রাত ৪টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার বিশ মাইল নামক স্থানে একটি ট্রাককে রংপুর ঢাকা মহাসড়কে দাঁড়িয়ে থাকতে দেখে পীরগঞ্জ থেকে হাইওয়ে পুলিশের একটি গাড়ি ওই এলাকা অতিক্রম করার সময় ট্রাকের সামনে থামে। এ সময় গাড়ি থেকে নেমে পুলিশ কনস্টেবল মিজানুর রহমান ট্রাকটির সামনে গিয়ে চালকের সঙ্গে কথা বলার সময় আকস্মিকভাবে জামালপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ‘ওরিন পরিবহন’ নামে একটি বাস দ্রুত বেগে এসে প্রথমে ট্রাকটিকে, এরপর হাইওয়ে পুলিশের গাড়িটিকে চাপা দেয়। এতে বাসের দুই যাত্রী নিহত হন। সেই সঙ্গে কনস্টেবল মিজানুর রহমান ও পুলিশ সার্জেন্ট পলাশ চন্দ্রসহ ১০ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে নিহত ও আহতদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
নিহত দুই জন হলেন- জামালপুর সদর উপজেলার জামাল উদ্দিনের ছেলে আশরাফুল আলম (৪০) ও টাঙ্গাইল জেলার ধনবাড়ি গ্রামের আব্দুস সালামের ছেলে আলমগীর হোসেন।
এদিকে পুলিশ কনস্টেবল মিজানুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। সার্জেন্ট পলাশ চন্দ্র মিঠাপুকুর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
বড়দরগা হাইওয়ে থানার ওসি ওমর ফারুক জানান, বাসটিকে আটক করা হলেও চালক ও হেলপারকে আটক করা যায়নি। নিহতদের লাশ হাইওয়ে থানায় রাখা হয়েছে।

















