ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ কর্তৃক পঞ্চগড়ের পৃথক দুটি সীমান্ত দিয়ে আবারও পুশইনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সদর থানা ও বোদা থানা কর্তৃপক্ষ সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা দাড়িয়ার মোড় সীমান্ত দিয়ে ৬ নারী, ৫ শিশু ও ৬ জন পুরুষসহ মোট ১৭ জনকে রাতের আঁধারে পুশইন করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। পরে সীমান্তবর্তী এলাকায় ঘোরাঘুরি করতে দেখে তাদের আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদে নিয়ে যান স্থানীয়রা। বিজিবি সদস্যরা খবর পেয়ে সেখানে গিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বোদা থানায় সোপর্দ করে।
অপরদিকে, প্রায় একই সময়ে সদর উপজেলার শিংরোড সীমান্ত দিয়ে ২ নারী, ৩ শিশু ও ২ জন পুরুষসহ আরও ৭ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠায় বিএসএফ। পরে তাদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সদর থানায় সোপর্দ করে বিজিবি।
আটক ব্যক্তিরা জানায়, গত ৬ জুলাই তাদের দিল্লি থেকে গ্রেফতার করে ভারতীয় পুলিশ। এরপরে গতকাল বিমানে নিয়ে এসে গভীর রাতে তাদের বাংলাদেশ সীমান্তে ঠেলে দেয় বিএসএফ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের প্রকৃত পরিচয় যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করার পর পরবর্তী আইনি উদ্যোগ গ্রহণ করা হবে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন ও পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লা হিল জামান জানান, পুশইন করা ২৪ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। আটকৃতদের বাংলাদেশের ঘরবাড়ি এবং অভিভাবকদের খোঁজখবর নেওয়া হচ্ছে। যাচাই-বাছাই শেষে পরিবারের কাছে তাদের হস্তান্তর করা হবে।