Swadhin News Logo
শনিবার , ১৯ জুলাই ২০২৫ | ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

বিক্ষোভ মিছিল করায় কোটালীপাড়া আ.লীগের ১৬৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
Nirob
জুলাই ১৯, ২০২৫ ১২:৩৭ পূর্বাহ্ণ
বিক্ষোভ মিছিল করায় কোটালীপাড়া আ.লীগের ১৬৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল করায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৬৫৫ নেতাকর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ। উক্ত মামলায় শুক্রবার (১৮ জুলাই) রাত ১১টা পর্যন্ত ১২ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

শুক্রবার কোটালীপাড়া থানার এসআই উত্তম কুমার সেন বাদী হয়ে কোটালীপাড়া থানায় ১৫৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত দেড় হাজার লোককে আসামি দেখিয়ে মামলাটি করেন।

কোটালীপাড়া থানায় এই পর্যন্ত গ্রেফতাররা হলেন- মহিবউল্লাহ শেখ (৩৫), সিরাজুল শেখ (২০), দীপ্ত কাজী (২০), আব্দুল আলিম (১৮), প্রিন্স অধিকারী (১৮), রিফাত বিশ্বাস (২৫), সাগর শেখ (৩৮), মানিক শেখ (৫৬), সজল দাড়িয়া (৩০), মোরসালিন মুন্সী (২৯), আব্দুল হাকিম (৩৫) ও টুটুল হাওলাদার (২৮)।

কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বিশেষ ক্ষমতা আইনে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের ১৫৫ জনের নাম উল্লেখ করে এবং দেড় হাজার ও অজ্ঞাত আসামি করে এ মামলা করা হয়েছে। এর মধ্যে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

উল্লেখ্য, বুধবার (১৬ জুলাই) এনসিপি নেতাদের গোপালগঞ্জ আসা নিয়ে কোটালীপাড়া উপজেলার ওয়াবদারহাটে জড়ো হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এ মিছিলের কারণে মামলা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মামলার পর থেকে কোটালীপাড়া উপজেলায় গ্রেফতার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফলে উপজেলার অধিকাংশ গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে বলে জানা গেছে।

সর্বশেষ - আন্তর্জাতিক