গাজীপুরের কাপাসিয়ায় কীর্তুনিয়া ইউসুফ আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক (দফতরি) আরিফ হোসেনকে (৩২) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। তিনি কীর্তুনিয়া গ্রামের মালেক মিয়ার ছেলে। রবিবার (২০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বারিষাব ইউনিয়নের কীর্তুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে দিয়েছেন।
কীর্তুনিয়া ইউসুফ আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, স্কুল চলাকালে আরিফ হোসেন স্কুলের বাইরে যান। কিছুক্ষণ পর জানতে পারি, তাকে ছুরিকাঘাত করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। দ্রুত কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
বারিষাব ইউনিয়নের স্থানীয় (২নং ওয়ার্ড) ইউপি সদস্য সুলতান উদ্দিন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, আরিফ হোসেন স্কুলের পাশের একটি দোকানে বসে ছিলেন। এ সময় এক দুর্বৃত্ত হঠাৎ এসে পেছন থেকে তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন হামলাকারীকে ধরে পুলিশে সোপর্দ করেন।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আল-আমিন হোসেন জানান, আরিফ হোসেনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে।
কাপাসিয়া থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, বিরোধের জেরে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। স্থানীয়রা অভিযুক্তকে আটক পুলিশে দিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেন এবং কী নিয়ে বিরোধে তাকে ছুরিকাঘাত করেছে সে।