তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ঝিনাইদহের ৬টি থানায় অনলাইন জিডি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২০ জুলাই) রাত ১২টায় সদর থানায় এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মনজুর মোর্শেদ।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, মো. মাহফুজ হোসেন, সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মনজুর মোর্শেদ জানান, অনলাইনের মাধ্যমে এতদিন শুধু হারানো ও প্রাপ্তিবিষয়ক জিডি করা গেলেও এখন থেকে সব ধরনের জিডি বাড়িতে বসেই করা যাবে। এতে সময়, খরচ ও ভোগান্তি কমবে এবং দ্রুত পুলিশি সেবা পাওয়া সম্ভব হবে।