Swadhin News Logo
সোমবার , ২১ জুলাই ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

মুক্তাগাছায় হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

প্রতিবেদক
Nirob
জুলাই ২১, ২০২৫ ৬:৪২ অপরাহ্ণ
মুক্তাগাছায় হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

ময়মনসিংহের মুক্তাগাছার মনতলায় ব্যবসায়ী নুরুল হক ওরফে আশরাফ আলী হত্যা মমালায় ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার (২১ জুলাই) বিকালে ময়মনসিংহ ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হারুন অর রশিদ এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী মামুন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ২০০২ সালের ১৯ জুলাই ব্যবসার কাজে বাইরে যাচ্ছেন বলে বাড়ি থেকে বের হন আশরাফ। পরদিন মনতলা ব্রিজের কাছে কলা বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে নুরুল হকের স্ত্রী নাসিমা খাতুন বাদী হয়ে মুক্তাগাছা থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করে।

তিনি বলেন, মামলার দীর্ঘ তদন্তে ৯ জনকে অভিযুক্ত করা হয়। তবে মামলার বিচারিক কার্যক্রম চলাকালে তিন অভিযুক্ত মারা যাওয়ায় বাকি ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন আদালত।

বেঞ্চ সহকারী আর বলেন, সেই সঙ্গে অভিযুক্তদের প্রত্যেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত।

সর্বশেষ - আন্তর্জাতিক