Swadhin News Logo
সোমবার , ২১ জুলাই ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

পাহাড়ের উন্নয়নের জন্য ঐক্য ও সম্প্রীতির বিকল্প নেই: নাহিদ ইসলাম

প্রতিবেদক
Nirob
জুলাই ২১, ২০২৫ ৭:২৯ অপরাহ্ণ
পাহাড়ের উন্নয়নের জন্য ঐক্য ও সম্প্রীতির বিকল্প নেই: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘পাহাড়ে অনেক জাতিগোষ্ঠী বসবাস করে। এসব জাতিগোষ্ঠীগুলোর মধ্যে অনেক ধরনের দ্বন্দ্ব বিদ্যমান। অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা প্রতিটি ক্ষেত্রে সব জাতিগোষ্ঠীই বঞ্চিত। ফলে পাহাড়ের উন্নয়নের জন্য ঐক্যের বিকল্প নেই, সম্প্রীতির বিকল্প নেই।’

সোমবার দুপুরে খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

এ সমাবেশে পাহাড়কে নতুনভাবে গড়তে, পাহাড়ের মানুষের অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও রাজনৈতিক অধিকারের পক্ষে বিদ্যমান রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম।

‘বাংলাদেশকে নতুনভাবে গড়তে চাই’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা নাগরিক পরিচয়ের ভিত্তিতে দেশটাকে গড়তে চাই। জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান। সেই অধিকারের জন্য গণঅভ্যুত্থান ঘটেছে, নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে।’

তিনি বলেন, ‘নতুন দলকে কেউ জায়গা দিতে চায় না। গত ৫৪ বছর ধরে যারা রাজনীতি করছে তারা নিজেরাই শুধু রাজনীতি করতে চায়।

‘বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, জাতীয় নিরাপত্তা সবকিছু মাথায় রেখে এনসিপি সব জাতিগোষ্ঠীর ঐক্য, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা নিয়ে এসেছে। আমরা বাংলাদেশকে একটি বহুভাষা ও সংস্কৃতির দেশ হিসেবে গড়ে তুলতে চাই।’

এর আগে মানিকছড়ির নয়াবাজার থেকে এনসিপি নেতৃবৃন্দকে বরণ করে নিয়ে মোটর শোভাযাত্রার মাধ্যমে খাগড়াছড়ি নিয়ে আসা হয়। শহরের শান্তিনগর মোড থেকে পদযাত্রাটি শুরু হয়ে নারিকেলবাগান, খাগড়াছড়ি বাজার হয়ে শহরের শাপলা চত্বর মুক্তমঞ্চে গিয়ে সমাবেশে যোগ দেয়। পদযাত্রায় পাহাড়ি বাঙালি ছাত্র-জনতাসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ অংশগ্রহণ করেন।

সংগঠনের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দিন পাটোয়ারী, সদস্যসচিব আখতার হোসাইন, দক্ষিণ অঞ্চলের কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট মনজিলা ঝুমাসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। এ ছাড়াও সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ সমন্বয়কারী আব্দুল হান্নান মাসুদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত