চট্টগ্রামের চকবাজারে এক কর্মীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরের (উত্তর) সভাপতি তানজির হোসেন জুয়েল বলেন, ‘আমাদের কর্মী আরিফুল ইসলামকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ বিষয়ে চকবাজার থানায় গেলে যুবদলের বহিষ্কৃত নেতা এমদাদুল হক বাদশার নেতৃত্বে সন্ত্রাসীরা থানায় আমাদের কর্মীদের ওপর হামলা চালায়।’
এ বিষয়ে জানতে এমদাদুল হক বাদশাকে একাধিকবার কল দিলেও ধরেননি।
তবে চট্টগ্রাম মহানগর যুবদল নেতা শেখ রাসেল বলেন, ‘এক ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। কিন্তু শিবিরের নেতাকর্মীরা থানায় গিয়ে দাবি করেছেন ওই ছাত্রলীগ নেতা তাদের কর্মী। ওই ছেলে ছাত্রলীগের নেতা এটার যথেষ্ট তথ্য প্রমাণ তাদের দেখিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। এক পর্যায়ে তারা ছাত্রদল নেতাকর্মীদের ঘিরে ধরে হামলা চালায়। পরে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা জড়ো হলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।’
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল কবির বলেন, ‘এক ছাত্রকে মারধর করে থানায় সোপর্দ করার ঘটনায় ছাত্রদল ও শিবিরের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আমরা উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’