Swadhin News Logo
বৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ২

প্রতিবেদক
Nirob
জুলাই ২৪, ২০২৫ ২:৪০ অপরাহ্ণ
এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ২

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরে কাভার্ডভ্যানের পেছনে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হলে দুই জনের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন আরও ছয় জন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে পদ্মারেল স্টেশন সংলগ্ন এক্সপ্রেসওয়ের কুতুবপুর সীমানা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর এলাকার ধলা বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস(৫৫) ও একই এলাকার মামুন বিশ্বাসের স্ত্রী ফিরোজা বেগম (২৮)।

তারা মাইক্রোবাসে করে ঢাকায় যাচ্ছিলেন বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ছয় জন। এর মধ্যে উন্নত চিকিৎসার জন্য তিন জনকে ঢাকা মেডিক্যাল কলেজ ও তিন জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বাড়ি থেকে থেকে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক আত্মীয়কে রিসিভ করার  উদ্দেশে মাসুদ বিশ্বাস তার স্বজনদের নিয়ে একটি মাইক্রোবাসযোগে রওনা হন। পরে মাইক্রোবাসটি পদ্মা সেতুর কাছে সীমানা নামক স্থানে এলে সামনে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এ সময় পেছনে থাকা একটি যাত্রীবাহী বাসও ওই মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের যাত্রী ফরিদপুর জেলার সালথা উপজেলার রামকান্তপুর এলাকার মৃত ধলা বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস ও একই এলাকার মামুন বিশ্বাসের স্ত্রী ফিরোজা বেগম নিহত হন।

স্থানীয়দের বরাত দিয়ে শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম  বলেন, সকালে স্থানীয়রা দুর্ঘটনার খবর জানালে দ্রুত ঘটনাস্থলে যাই। এসময় দুই জন ঘটনাস্থলেই মারা যায়। আহত অন্য দুই জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাদের তখনই ঢাকা পাঠিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মরদেহ ও দুর্ঘটনাকবলিত গাড়ি শিবচর হাইওয়ে থানায় রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - আন্তর্জাতিক