যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় বাগেরহাট জেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক খাঁন মনির হোসেন মনিকে (৫৬) গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় খাঁন মনির হোসেন ইমিগ্রেশনে প্রবেশ করলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তথ্য যাচাইয়ের পর তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বাগেরহাট জেলা সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা রয়েছে। খাঁন মনির হোসেন জেলা সদরের নগরবাজার গ্রামের মোসলেম আলী খাঁনের ছেলে।
ইমিগ্রেশন পুলিশ জানায়, সন্ধ্যায় ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনের ডেস্কে পাসপোর্ট জমা দেন খাঁন মনির হোসেন। এ সময় জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়। পরে বাগেরহাট সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা থাকায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি বলেন, ‘খাঁন মনির হোসেন ভারতে যাওয়ার জন্য সন্ধ্যার দিকে বেনাপোল ইমিগ্রেশনের বহির্গমন ডেস্কে তার পাসপোর্টে সিল মারার জন্য জমা দেন। অনলাইনে তার স্টপ লিস্ট এবং বিদেশ গমনে নিষেধাজ্ঞা থাকায় তাকে গ্রেফতার করা হয়।’
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, ‘ইমিগ্রেশনে গ্রেফতার বাগেরহাট জেলার সাবেক শ্রমিক লীগ নেতাকে পোর্ট থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। যেহেতু বাগেরহাট সদর থানায় তার নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে সেহেতু তাকে ওই থানায় হস্তান্তর করা হবে।’