মিশরকে সামরিকভাবে উন্নত করতে নানা পদক্ষেপ নিয়েছে, সিসি প্রশাসন। এর ধারাবাহিকতায় দেশটির অস্ত্র ভাণ্ডারে এবার যুক্ত হচ্ছে নতুন মার্কিন প্রযুক্তি। কায়রোর জন্য ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি পূর্ণাঙ্গ প্যাকেজ অনুমোদন করেছে ওয়াশিংটন। প্রকল্পের প্রধান ঠিকাদার হবে মার্কিন প্রতিরক্ষা ও মহাকাশ শিল্প প্রতিষ্ঠান আরটিএক্স করপোরেশন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) এক বিবৃতিতে চুক্তির কথা নিশ্চিত করেছে পেন্টাগন। জানিয়েছে, মিশরের কাছে একটি সম্ভাব্য ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা- NASAMS বিক্রির পরিকল্পনা রয়েছে। যা, যৌথভাবে তৈরি করেছে যুক্তরাষ্ট্র ও নরওয়ে। শত্রুপক্ষের বিমান, ড্রোন এবং ক্রুজ মিসাইল প্রতিরোধে ব্যবহৃত হয় এ সিস্টেম।
এই প্যাকেজে থাকছে- ৪টি উচ্চ ক্ষমতাসম্পন্ন সেনটিনাইল রাডার সিস্টেম, সহায়ক ক্ষেপণাস্ত্র এবং ডজনখানেক গাইডেন্স ইউনিট। চুক্তিটি কার্যকর হলে, কমপক্ষে ২৬ জন মার্কিন সরকারি কর্মকর্তা এবং ৩৪ জন কন্ট্রাক্টর দীর্ঘসময় অবস্থান করবেন মিশরে। প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে দলটি।
দু’দেশের কুটনৈতিক প্রচেষ্টার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে এ চুক্তিকে। ওয়াশিংটন জানিয়েছে, পররাষ্ট্রনীতি এবং জাতীয় নিরাপত্তার লক্ষ্য পূরণে এটি সহায়ক হবে। আশাবাদ মিত্র মিশরের নিরাপত্তা জোরদারেও ভূমিকা রাখবে এ পদক্ষেপ।
উল্লেখ্য, ১৯৭৯ সালে মিসর ও ইসরায়েল শান্তি চুক্তিতে স্বাক্ষর করে। এরপর থেকেই নিয়মিত কায়রোকে প্রতিরক্ষা সহায়তা দিয়ে আসছে ওয়াশিংটন।
/এমএইচআর