Swadhin News Logo
রবিবার , ২৭ জুলাই ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ইউক্রেনে প্রাণ হারাচ্ছে রুশ কিশোররা

প্রতিবেদক
Nirob
জুলাই ২৭, ২০২৫ ১:০৮ পূর্বাহ্ণ
ইউক্রেনে প্রাণ হারাচ্ছে রুশ কিশোররা

ইউক্রেনে প্রাণ হারাচ্ছে রুশ কিশোররা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বহুবার প্রতিশ্রুতি দিয়েছেন যে, ১৮ বছর বয়সী কাউকে ইউক্রেন যুদ্ধে পাঠানো হবে না। কিন্তু বিবিসি রাশিয়ান সার্ভিসের এক তদন্তে জানা গেছে, গত দুই বছরে ওই বয়সের অন্তত ২৪৫ জন সৈন্য ইউক্রেনে নিহত হয়েছেন।

নতুন সরকারি নীতিমালার ফলে স্কুল শেষ করা টিনএজাররা এখন বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ এড়িয়ে সরাসরি পেশাদার সৈন্য হিসেবে চুক্তিভিত্তিক সেনাবাহিনীতে যোগ দিতে পারছেন, এমন তথ্য উঠে এসেছে বিবিসির তদন্তে।

এই কিশোরেরা হয়তো যুদ্ধে রাশিয়ার হয়ে সামগ্রিক প্রাণহানির তুলনায় অল্পসংখ্যক, তবে মোটা অঙ্কের বোনাস এবং দেশপ্রেমমূলক প্রচারণা অনেক তরুণকে এ পথে আকৃষ্ট করেছে।

আলেকজান্ডার পেতলিনস্কি তার ১৮তম জন্মদিনের মাত্র দুই সপ্তাহ পর সেনাবাহিনীতে যোগ দেন। মাত্র ২০ দিন পর তিনি ইউক্রেনে নিহত হন। তিনি রাশিয়ার পূর্ণমাত্রিক যুদ্ধে নিহত হাজার হাজার সেনার একজন, যেখানে ফেব্রুয়ারি ২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের অন্তত ১৩,৫০০ বেসামরিক নাগরিকও প্রাণ হারিয়েছেন।

আলেকজান্ডারের খালা একাতেরিনা জানান, সে ছোটবেলা থেকে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখত এবং উরাল অঞ্চলের চেলিয়াবিনস্ক মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগও পেয়েছিল।

তিনি বলেন, ‘কিন্তু সাশার আরেকটি স্বপ্ন ছিল। যখন ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু হয়, সাশা তখন ১৫। তখন থেকেই সে যুদ্ধক্ষেত্রে যাওয়ার স্বপ্ন দেখত।’

এদিকে, ইউক্রেনে সেনা ডাকার ন্যূনতম বয়স ২৫ বছর। সেখানেও সরকারবিরোধী বিক্ষোভে ফুঁসে উঠেছে দেশটির জনসাধারণ। বিক্ষোভের অন্যতম কারণ হচ্ছে যুদ্ধে ২৫ বয়সের নীচে কিশোরদের বাধ্যতামূলক যুদ্ধে পাঠানোর সরকারের সিদ্ধান্ত।

অন্যদিকে, রাশিয়া জাতীয় পর্যায়ের সেনা মোতায়েন (মোবিলাইজেশন) এড়িয়ে চলছে মোটা অঙ্কের অর্থের লোভ দেখিয়ে—বিশেষ করে দরিদ্র অঞ্চলগুলোর তরুণদের জন্য এটি অত্যন্ত আকর্ষণীয় প্রস্তাব।

প্রথম দিকে সেনাবাহিনীতে চুক্তিবদ্ধ হওয়ার আগে অন্তত তিন মাসের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক ছিল। তবে ২০২৩ সালের এপ্রিল মাসে কিছু এমপির আপত্তি সত্ত্বেও এই নিয়ম বাতিল করে দেয়া হয়। এখন যেকোনো ১৮ বছর বয়সী তরুণ, স্কুল শেষ করলেই, সরাসরি চুক্তিভিত্তিক সৈন্য হিসেবে সেনাবাহিনীতে যোগ দিতে পারে।

রাশিয়ার শিক্ষা ব্যবস্থাও তরুণদের মানসিকভাবে সেনা হওয়ার জন্য প্রস্তুত করছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে শিক্ষকরা ‘বিশেষ সামরিক অভিযান’ বিষয়ক ক্লাস নিতে বাধ্য হচ্ছেন।

ফ্রন্টলাইন থেকে ফিরে আসা সৈনিকেরা স্কুলে গিয়ে যুদ্ধের অভিজ্ঞতা শেয়ার করছেন, শিশুদের দিয়ে তৈরি করানো হচ্ছে ক্যামোফ্লাজ নেট ও ট্রেঞ্চ ক্যান্ডেল, এমনকি কিন্ডারগার্টেনের শিশুরাও ফ্রন্টলাইনে পাঠানোর জন্য চিঠি ও ছবি আঁকছে।

২০২৪ সালের ১ সেপ্টেম্বর শুরু হওয়া নতুন শিক্ষাবর্ষে পাঠ্যসূচিতে যোগ করা হয়েছে একটি নতুন বিষয়—
‘নিরাপত্তা ও মাতৃভূমি প্রতিরক্ষা ভিত্তি’ নামে এই পাঠে সোভিয়েত যুগের মতো বড়দের শেখানো হচ্ছে কীভাবে কালাশনিকভ (একে-৪৭) রাইফেল ও হ্যান্ড গ্রেনেড ব্যবহার করতে হয়।

অনেক অঞ্চলে সামরিক নিয়োগকর্তারা এখন ক্যারিয়ার ক্লাসে গিয়ে ছাত্রছাত্রীদের বলছেন কীভাবে তারা গ্র্যাজুয়েশনের পর সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক সৈনিক হিসেবে যোগ দিতে পারবে।

সূত্র: বিবিসি রাশিয়ান ইনভেস্টিগেশন।

/এআই

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
‘আপনারা কিছু লিখবেন না, পরে ওরা আমাদের মেরে ফেলবে’

‘আপনারা কিছু লিখবেন না, পরে ওরা আমাদের মেরে ফেলবে’

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ

সিরাজগঞ্জে পিতাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জে পিতাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

ইসরায়েলের কাছে ৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল

ইসরায়েলের কাছে ৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল

ট্রাম্পের শান্তি পরিকল্পনায় সমর্থন জানিয়েছেন ইসরায়েলের বিরোধী রাজনীতিকরা

ট্রাম্পের শান্তি পরিকল্পনায় সমর্থন জানিয়েছেন ইসরায়েলের বিরোধী রাজনীতিকরা

আর কোনও আধিপত্য মেনে নেবে না তরুণরা: চুয়াডাঙ্গায় নাহিদ ইসলাম

আর কোনও আধিপত্য মেনে নেবে না তরুণরা: চুয়াডাঙ্গায় নাহিদ ইসলাম

রংপুরে জ্বালানি তেলের সংকট, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

রংপুরে জ্বালানি তেলের সংকট, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

রাবিতে শিক্ষক নিয়োগে প্রথমবারের মতো লিখিত পরীক্ষা চালু, মিশ্র প্রতিক্রিয়া

রাবিতে শিক্ষক নিয়োগে প্রথমবারের মতো লিখিত পরীক্ষা চালু, মিশ্র প্রতিক্রিয়া

সিলেটে অটোরিকশার বিরুদ্ধে অভিযানে নামছে পুলিশ

সিলেটে অটোরিকশার বিরুদ্ধে অভিযানে নামছে পুলিশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে এসে ছাত্রলীগ নেতা আটক

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে এসে ছাত্রলীগ নেতা আটক