Swadhin News Logo
রবিবার , ২৭ জুলাই ২০২৫ | ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. আন্তর্জাতিক
  3. কৃষি ও প্রকৃতি
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জোকস
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. বই থেকে
  15. বিচিত্র নিউজ

অস্বাভাবিক হারে বাড়ছে তেঁতুলিয়া নদীর পানি, প্লাবিত অন্তত ৩০ গ্রাম

প্রতিবেদক
Nirob
জুলাই ২৭, ২০২৫ ৬:১৪ পূর্বাহ্ণ
অস্বাভাবিক হারে বাড়ছে তেঁতুলিয়া নদীর পানি, প্লাবিত অন্তত ৩০ গ্রাম

বাউফল (পটুয়াখালী) করেসপনডেন্ট:

নিম্নচাপ ও আমাবস্যার প্রভাবে তেঁতুলিয়া নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে থেমে থেমে ঝড় ও বৃষ্টি অতিবাহিত রয়েছে। ঝুঁকিপূর্ণ আবহাওয়ার প্রভাবে পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া, নাজিরপুর ও চন্দ্রদ্বীপ ইউনিয়নের অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে উপকূলীয় অঞ্চল বাউফলের প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

সরেজমিন দেখা গেছে, গত শুক্রবার থেকেই পানি বাড়তে শুরু করে এ অঞ্চলে। শনিবার সকাল থেকে নদীর পানি হঠাৎ কয়েকগুণ বেড়ে যায়। ফলে নিম্নাঞ্চলের বসতবাড়ি, হাট-বাজার, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানগুলো ডুবে যায় হাটু সমান পানিতে।

তবে পানিবন্দী গ্রামগুলোতে এখনও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বা শুকনো খাবার পৌঁছায়নি। প্লাবিত এ সব গ্রামের বেশির ভাগ মানুষ খাদ্য সংকটে রয়েছে।

এদিকে, প্রায় দেড় বছর আগে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে চন্দ্রদ্বীপ ইউনিয়নের একমাত্র রক্ষা বাঁধটির অধিকাংশ স্থান বিলীন হয়ে যায়। তখন তিন মাসের মধ্যে বাঁধ পুনর্নির্মাণের আশ্বাস দেয়া হলেও এখনও নির্মাণ হয়নি কোনো স্থায়ী বাঁধ। ফলে জোয়ারের পানিতেই প্লাবিত হচ্ছে পুরো চন্দ্রদ্বীপ ইউনিয়ন।

এ বিষয়ে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন জানান, পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে দুর্গত এলাকায় দ্রুত শুকনো খাবার পৌঁছে দেয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হবে বলেও জানান তিনি।

স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর দুর্যোগ ও জোয়ারের কারণে একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হলেও সংশ্লিষ্টরা জানেই না এসব! দ্রুত সহায়তা না পৌঁছালে আবহাওয়া পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

/এমএইচ

সর্বশেষ - আন্তর্জাতিক