চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহগামী আব্দুল মজিদ নামে এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। রবিবার (২৭ জুলাই) রাত ৮টায় বিমানবন্দরের স্ক্যানিং পয়েন্টে মো. আব্দুল মজিদ নামে এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের (জনসংযোগ) প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, আটক যাত্রী আব্দুল মজিদ চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার কাবুলিপাড়া এলাকার গুরা মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে সরকারের রাজস্ব শুল্ক ফাঁকি দিয়ে বৈদেশিক মুদ্রা পাচারের অভিযোগে পতেঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। এই যাত্রীর এয়ার এরাবিয়ার ফ্লাইট জি৯-৫২১-এ চট্টগ্রাম থেকে শারজাহ যাওয়ার কথা ছিল। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাকে আটক করে তল্লাশি করা হয়।
উদ্ধারকৃত মুদ্রার মধ্যে রয়েছে– ৪ হাজার ৭০০ ইউএস ডলার, ৪৭ হাজার ৮৮৫ ইউএই দিনার, ৩ হাজার ৭৬২ সৌদি রিয়াল, ৩৪৬ ওমান দিনার এবং বাংলাদেশি ৩৬ হাজার টাকা। সর্বমোট উদ্ধারকৃত মুদ্রার বাংলাদেশি টাকায় আনুমানিক মূল্য ২২ লাখ টাকা।

















