Swadhin News Logo
সোমবার , ২৮ জুলাই ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

আগামী দুই সপ্তাহের মধ্যে আইএইএ’র ইরান সফর: ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রতিবেদক
Nirob
জুলাই ২৮, ২০২৫ ৩:৩৯ অপরাহ্ণ
আগামী দুই সপ্তাহের মধ্যে আইএইএ’র ইরান সফর: ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়

আগামী দুই সপ্তাহের মধ্যে আইএইএ’র ইরান সফর: ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়

ইরানের পরমাণু কর্মসূচি পরিদর্শন করতে আগামী দুই সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) একটি দল তেহরান সফর করবে বলে ইরানের পরমাণু কর্মকর্তারা নিশ্চিত করেছেন। এই সফরটি ইরানের সাথে পশ্চিমা দেশগুলোর মধ্যে চলমান পরমাণু চুক্তি পুনরুজ্জীবন নিয়ে আলোচনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

ইরান গত কয়েক মাসে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে, যা পশ্চিমা দেশগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। আইএইএ বারবার ইরানের পরমাণু স্থলগুলোতে অ্যাক্সেস চেয়ে আসছে, বিশেষ করে অপ্রকাশিত কিছু স্থাপনার ব্যাপারে তথ্য সংগ্রহের জন্য।

ইরানকে অবিলম্বে তার পরমাণু কর্মসূচির ওপর সকল বিধিনিষেধ পুনর্বহাল করতে বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। তবে ইরানের দাবি, তাদের পরমাণু কর্মসূচির উদ্দেশ্যে শান্তিপূর্ণ।

এই সফরের ফলাফল পরমাণু চুক্তি পুনরুজ্জীবন আলোচনার গতিপথ নির্ধারণ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা ।

ইরান ও আইএইএ-এর মধ্যে এই সংলাপ চলমান থাকলেও, ইসরায়েলি কর্তৃপক্ষ ইরানের পরমাণু কর্মসূচিকে ‘অস্বীকৃত অস্ত্রায়নের প্রচেষ্টা’ বলে অভিহিত করেছে।

সূত্র: রয়টার্স।

/এআই

সর্বশেষ - আন্তর্জাতিক