Swadhin News Logo
সোমবার , ২৮ জুলাই ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

পিএসসি-দুদকসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার অবশ্যই করতে হবে: নাহিদ ইসলাম

প্রতিবেদক
Nirob
জুলাই ২৮, ২০২৫ ৯:০৬ অপরাহ্ণ
পিএসসি-দুদকসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার অবশ্যই করতে হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘ঐকমত্য কমিশনের প্রস্তাবিত সরকারি কর্মকমিশন (পিএসসি), দুর্নীতি দমন কমিশন (দুদক), মহাহিসাব নিরীক্ষক ও নিরীক্ষক এবং ন্যায়পাল নিয়োগের বিধানসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার অবশ্যই করতে হবে। এগুলো আমাদের লাগবে। নির্বাচনের আগে এগুলো সংস্কার করতে হবে। আমরা আগেই বলেছি, এসব প্রতিষ্ঠানে নিরপেক্ষ নিয়োগের জন্য সাংবিধানিক কমিটি করতে হবে। নিরপেক্ষ প্রশাসন, নিরপেক্ষ পুলিশ ও নিরপেক্ষ আদালত আমরা প্রত্যাশা করি।’

সোমবার (২৮ জুলাই) বিকালে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রার’ অংশ হিসেবে ময়মনসিংহ নগরের টাউন হল চত্বরে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি। 

রাষ্ট্রের সংস্কারের জন্য আমরা জুলাই পদযাত্রায় নেমেছি উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা এখনও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি। আমি বিশ্বাস করি, দেশের মানুষ যদি আমাদের পাশে থাকে, তাহলে আমরা কাঙ্ক্ষিত দেশ অচিরেই নির্মাণ করতে পারবো। সংস্কার প্রক্রিয়া চলছে। ঐকমত্য কমিশন বলেছে, জুলাই সনদ হবে। আমরাও বলেছি, জুলাই সনদ হতেই হবে ৫ আগস্টের মধ্যে। জুলাই সনদের জন্য আমরা ঐক্যবদ্ধ। ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করতে পারবো আমরা। তার আগেই আগামী ৩ আগস্ট ঢাকায় এনসিপির মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।’

এনসিপির নেতাকর্মীদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, ‘আপনারা জনগণের পাশে দাঁড়ান, জনগণের সমস্যা সমাধান করুন। আপনারা দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন।’

সভায় এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি। আমরা চাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত। কিন্তু আপনারা চান চাঁদাবাজি। এই জিনিসগুলো আমরা বরদাশত করবো না। আমাদের লাখ লাখ নেতাকর্মীর দরকার নেই। চাঁদাবাজির অভয়াশ্রম এনসিপিতে হবে না।’

এর আগে বিকাল ৩টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ জামালপুর থেকে ময়মনসিংহে আসেন। পরে স্থানীয় একটি হোটেলে ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় শহীদদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। সেখান থেকে নেতৃবৃন্দ ত্রিশাল বাসস্ট্যান্ড মহিলা কলেজের সামনে শহীদ সাগর চত্বরে শ্রদ্ধা জানানো হয়। পরে সেখান থেকে পদযাত্রা নিয়ে সি কে ঘোষ রোড, রামবাবু রোড, নতুন বাজার ও জিলা স্কুল মোড় হয়ে টাউন হল প্রাঙ্গণে পথসভায় মিলিত হন নেতারা।

সভায় আরও বক্তব্য দেন দলের সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, শহীদ সাগরের বাবা আসাদুজ্জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিল, যুগ্ম সদস্যসচিব ও ময়মনসিংহ জেলা কমিটির প্রধান সমন্বয়কারী জাবেদ রাসিন ও কেন্দ্রীয় নেতা আবুল বাসার প্রমুখ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত