রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু রোগে মো. সামভিল (১০) নামের এক শিশুর মৃত্য হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল পৌনে ৭টায় রামেক হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণকেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
মারা যাওয়া সামভিলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদরের নয়নসুকা এলাকায়। এর আগে, সোমবার (২৮ জুলাই) দিবাগত রাত ২টা ৩৫ মিনিটে তাকে রামেক হাসপাতালে ভর্তি করে তার পরিবার।
রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, রোগীর কোনও ভ্রমণের ইতিহাস ছিল না। সে স্থানীয়ভাবে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। রোগী গেলো ৬ দিন ধরে জ্বর, খিঁচুনি, ডায়রিয়া ও বমি সমস্যায় ভুগছিল। তাকে প্রথমে রামেক হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। সেখানে তার চিকিৎসা চলছিল। কিন্তু রোগীর অবস্থা ধীরে ধীরে সংকটজনক হয়ে ওঠে। ফলে তাকে ভোর সাড়ে ৪টার দিকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টা ৪৬ মিনিটে রোগীর মৃত্যু হয়।
হাসপাতালের দেওয়া তথ্যে দেখা গেছে, বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত অবস্থায় ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৫ ও ৭ বছরের দুই জন করে মোট চার জন শিশু রয়েছে। তারা রাজশাহী ও পাবনা জেলার। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ৬ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে, নাটোর ও নওগাঁর দুই জন, রাজশাহী নগরের দুই জনসহ জেলার শিশুসহ সাত জন এবং পাবনা জেলার শিশুসহ চার জন চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, ‘এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া হাসপাতালে আরও ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন।’