পিরোজপুর করেসপনডেন্ট:
পিরোজপুরে একটি হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি মামলার অপর পাঁচজন আসামিকে খালাস দিয়েছে আদালত।
বুধবার (৩০ জুলাই) দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এই রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, সদর উপজেলার গুয়াবাড়িয়া গ্রামের মৃত সেকেন্দোর আলী শেখের এর ছেলে মজিবর শেখ, কুমিরমারা গ্রামের মোখলেছ হাওলাদারের ছেলে ফোরকান হাওলাদার ও মরিচাল গ্রামের মৃত খালেক শেখের ছেলে মো. মাহাবুব।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৯ এপ্রিল কুমিরমারা গ্রামের জামাল হাওলাদার ফেরীঘাটে চায়ের দোকানে কাজ শেষে রাত ১০টার দিকে বাড়ি ফিরছিল। এ সময় আসামিরা কুমিরমারার সুইচ গেট এলাকায় জামালের পথ রোধ করে। একপর্যায়ে ধারালো অস্ত্র ও রড দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে আসামিরা। পরে জামালকে একটি ট্রলারে তুলে হুলারহাট বাজারের খালের পাশে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানের একটি গাছের সাথে ট্রলারটি বেঁধে রেখে পালিয়ে যায় তারা।
আদালত সূত্র আরঅ জানায়, পরে রাত ১টার দিকে নৈশপ্রহরী জামালকে আহত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল জামাল মারা যান। এ ঘটনায় নিহতের ভাই কামাল হাওলাদার বাদী হয়ে থানায় ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। সেই মামলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আজ বুধবার এই রায় দেন।
/আরএইচ