Swadhin News Logo
বৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫ | ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ময়মনসিংহে পথশিশুদের দিয়ে চলছে ব্যবসা

প্রতিবেদক
Nirob
জুলাই ৩১, ২০২৫ ১০:২৯ পূর্বাহ্ণ
ময়মনসিংহে পথশিশুদের দিয়ে চলছে ব্যবসা

দেশের সর্বোচ্চ পথশিশু রয়েছে ময়মনিসংহে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে পথশিশু জরিপ ২০২২-এ তথ্য উঠে আসে। জেলায় ৫ থেকে ১৭ বছর বয়সী পথশিশুর হার ৬ দশমিক ৯ শতাংশ।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন, গাঙ্গিনারপাড়, জয়নুল আবেদিন উদ্যানে দেখা গেছে এসব পথশিশু ও সুবিধাবঞ্চিতদের। তাদের মধ্যে অনেক শিশু হোটেল রেস্তোরাঁসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়ীদের অধীনে কাজ করে তিনবেলা খাবার সঙ্গে হাতখরচ বাবদ কিছু টাকা পায়।

পথশিশুরা জানায়, কারও বাবা মারা গেছে, মা অন্যত্র চলে গেছে। কারও বাবা-মায়ের বিচ্ছেদ হয়েছে। কেউ বাবা-মায়ের সঙ্গে অভিমানে বাড়ি ছেড়েছে। কেউ আবার বাবা-মায়ের কথা বলতেও পারে না।

ময়মনসিংহ রেলওয়ে জংশনে প্ল্যাটফর্ম এলাকায় পানি ও পপকর্ন বিক্রি করতে দেখা যায় অনেক শিশুকে। রাতে প্ল্যাটফর্মে তারা ঘুমায়। সুমন নামের একজন হোটেল ব্যবসায়ীর অধীনে কাজ করার পর তাদের তিনবেলা খাবার এবং হাতখরচ বাবদ ১০০ টাকা দেয়।

সৎমায়ের অত্যাচারে ঝগড়া করে বাড়ি থেকে পালিয়ে আসা ১৪ বছর বয়সী রুবেল মিয়া জানায়, তার মা মারা যাওয়ার পরই কপাল পুড়েছে। প্রায় এক বছর থেকে এ স্টেশনেই তার ঠিকানা।

শিশু জুনাঈদ, শাওন মিয়া ও নয়ন মিয়া পানির বোতল বিক্রি করে স্টেশনের প্ল্যাটফর্মে। তাদের কারও বাবা নেই, কারও মা নেই, নয়নের বাবা-মা কেউ নেই। তারা তিন জনই ব্যবসায়ী শামসুল হকের অধীনে পানি ও পপকর্ন বিক্রি করে। জয়নাল জেলার ত্রিশাল উপজেলার আউলিয়া নগর এলাকার বাসিন্দা। শিশুদের নিয়ে স্টেশনেই ঘুমান শামসুল হক।

শামছুল হক বলেন, ‘আমার কাছে চার জন শিশু আছে। তাদের দিয়ে পানি বিক্রি ও হোটেলে পানি সরবরাহ করে তিনবেলা খাবার দিই। হাতখরচও দিই। এতে তারা অপরাধী না হয়ে কাজ শিখছে।’ শুধু তিনি নয়, এ স্টেশনে আরও কয়েকজন ব্যবসায়ী রয়েছে, যাদের দিয়ে ব্যবসা চলে। স্টেশনটিতে অন্তত ২০ জন পথশিশু রাতযাপন করে বলে জানান জানান শামছুল হক।

বেসরকারি সংস্থা কারিতাস ‘আলোকিত শিশু প্রকল্প’ নামে পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছে নগরের সিটি করপোরেশনের বেশ কয়েকটি ওয়ার্ডে।

সংস্থাটির কর্মকর্তারা জানান, ২০১৮ সাল থেকে ২০২২ পর্যন্ত সুবিধার আওতায় আসা একক শিশু ৯০, মা-বাবাসহ রাস্তায় থাকে এমন শিশু ১৫১, পরিবারের সঙ্গে বস্তিতে বা ঝুপড়িতে বসবাস করে; কিন্তু অধিকাংশ সময় রাস্তায় থাকে এমন শিশু ২৪৩ এবং অন্যের আশ্রয়ে থাকে এমন ৩২ জন শিশু। এর মধ্যে ১২ শিশুকে পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে পৌঁছে দিয়েছে সংস্থাটি। সংস্থাটিতে ছেলেশিশু ও মেয়েশিশুদের পৃথক স্থানে রাতযাপনের ব্যবস্থাও রয়েছে। তিনবেলা খাবার, মৌলিক শিক্ষাব্যবস্থা এবং বিনোদন, খেলাধুলার ব্যবস্থা করে।

আলোকিত শিশু প্রকল্পের ফিল্ড অফিসার বিপাশা মানখিন বলেন, ‘একটি পরিবারের মধ্যে থাকলে শিশুরা যে সুযোগ-সুবিধা পেত আমরাও সেসব দেওয়ার চেষ্টা করি। অনেক শিশু বাবা-মায়ের নাম বলতে পারে না, যারা বলতে পারে তাদের বাবা-মায়ের পরিচয়পত্র না থাকায় শিশুদের জন্মনিবন্ধন করা যায় না। এজন্য বিড়ম্বনায় পড়তে হয়। দরিদ্রতা, বাবা-মায়ের অসচেতনতা, বাল্যবিয়ে, বহুবিয়ে, বাবা-মায়ের বিচ্ছেদ, বাবা অথবা মা মারা যাওয়া। এ ছাড়া কওমি মাদ্রাসার কঠোর শাসনের কারণে পালিয়ে আসে শিশুরা।’

শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা ও অগ্রাধিকার প্রকল্পের আওতায় ‘আমরা সবাই রাজা’ নামে একটি ক্লাব পরিচালনা করা হয়। এর মাধ্যমে শিশুদের নৈতিক শিক্ষা, গান, নাচ, কবিতা আবৃত্তি ও ছবি আঁকা শেখানো হয়।

ময়মনসিংহে কী পরিমাণ পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশু রয়েছে তার কোনও পরিসংখ্যান নেই সরকারি দফতরগুলোতে। ময়মনসিংহ জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক সৌরভ পাল মিঠুন জানান, পথশিশু জরিপ ২০২২ অনুযায়ী ৫-১৭ বছর বয়সী পথশিশুর হার ৬ দশমিক ৯ শতাংশ। তবে এর সংখ্যা সংরক্ষণে নেই।

সমাজসেবা অধিদফতর ময়মনসিংহের উপপরিচালক রাজু আহমেদ বলেন, ‘কী পরিমাণ পথশিশু রয়েছে সে পরিসংখ্যান আমাদের কছে নেই। যখন কোনও শিশু আইনের সংস্পর্শে আসে বা পুলিশ কর্তৃক আনা হয় তখন তাকে আমরা পুনর্বাসনের ব্যবস্থা করি। শিশুদের আমরা নিজেরা ধরে আনি না।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
পেটের ভেতরে করে ইয়াবা পাচার, ধরা পড়লো এক্স-রেতে

পেটের ভেতরে করে ইয়াবা পাচার, ধরা পড়লো এক্স-রেতে

গোপালগঞ্জের ঘটনায় চার হত্যা মামলা, আসামি ৬ হাজার

গোপালগঞ্জের ঘটনায় চার হত্যা মামলা, আসামি ৬ হাজার

ফের নিজেকে পাক-ভারত যুদ্ধ বন্ধের কৃতিত্ব দিলেন ট্রাম্প

ফের নিজেকে পাক-ভারত যুদ্ধ বন্ধের কৃতিত্ব দিলেন ট্রাম্প

ভাড়া চাওয়ায় রিকশাচালককে পিটিয়ে হাসপাতালে পাঠালেন বিএনপি নেতা

ভাড়া চাওয়ায় রিকশাচালককে পিটিয়ে হাসপাতালে পাঠালেন বিএনপি নেতা

নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন নেপালের রাষ্ট্রপতি

নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন নেপালের রাষ্ট্রপতি

মীরসরাইয়ে ছাত্রদলের ৩ নেতাকে বহিষ্কার করায় বিক্ষোভ মিছিল

মীরসরাইয়ে ছাত্রদলের ৩ নেতাকে বহিষ্কার করায় বিক্ষোভ মিছিল

গাজীপুর সিটির বস্তাভর্তি এনআইডি কার্ড কীভাবে গেলো নারায়ণগঞ্জে?

গাজীপুর সিটির বস্তাভর্তি এনআইডি কার্ড কীভাবে গেলো নারায়ণগঞ্জে?

৩৫ বছর চাকসুতে ১০ প্যানেলের লড়াই, ক্যাম্পাসজুড়ে নির্বাচনি আমেজ

৩৫ বছর চাকসুতে ১০ প্যানেলের লড়াই, ক্যাম্পাসজুড়ে নির্বাচনি আমেজ

রিকুইজেশনের ফলে সুনামগঞ্জের হাউসবোট মালিকরা বিপাকে

রিকুইজেশনের ফলে সুনামগঞ্জের হাউসবোট মালিকরা বিপাকে

লালমনিরহাট স্টেশনে দুই ট্রেনের সংঘর্ষ, উল্টে গেছে বগি

লালমনিরহাট স্টেশনে দুই ট্রেনের সংঘর্ষ, উল্টে গেছে বগি