Swadhin News Logo
বৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

নওগাঁর ধামইরহাট সীমান্তে ১০ জনকে পুশ ইন

প্রতিবেদক
Nirob
জুলাই ৩১, ২০২৫ ১:১২ অপরাহ্ণ
নওগাঁর ধামইরহাট সীমান্তে ১০ জনকে পুশ ইন

স্টাফ করেসপনডেন্ট, নওগাঁ:

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা দিয়ে ১০ জন নারী-পুরুষকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে উপজেলার আগ্রাদ্বিগুন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করলে বিজিবি সদস্যরা তাদের আটক করে।

আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ এবং ৮ জন নারী। বিষয়টি নিশ্চিত করেন ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।

আটক ব্যক্তিরা হলেন, আছমা বেগম (৪০), খাদিজা বেগম (৩৪), পাখি বেগম (২৪), রুমা বেগম (২৫), কাকলি আক্তার (২৭), রুজিনা আক্তার (৩৩), কোহিনুর বেগম (২৬), নাসরিন বেগম (৩৩), মঞ্জুরুল ইসলাম (৩৬), সুমন হোসেন (২৭)।

বিজিবি জানায়, আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার জেসিও সুবেদার মো. জিহাদ আলীর নেতৃত্বে একটি টহলদল সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মহেষপুর নামক জায়গা থেকে বাংলাদেশি ১০ জনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।

/এটিএম

সর্বশেষ - আন্তর্জাতিক