Swadhin News Logo
শনিবার , ২ আগস্ট ২০২৫ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. আন্তর্জাতিক
  3. কৃষি ও প্রকৃতি
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জোকস
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. বই থেকে
  15. বিচিত্র নিউজ

সাতক্ষীরায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

প্রতিবেদক
Nirob
আগস্ট ২, ২০২৫ ১২:৪০ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে বিষাক্ত সাপের কামড়ে আরিফুল ইসলাম নামে নয় বছরের এক শিশুর মৃত্য হয়েছে। শুক্রবার (১ আগস্ট) রাত ৯টার দিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এর আগে, সন্ধ্যার দিকে বাড়িতে অবস্থানকালে বিষাক্ত সাপের দংশনের শিকার হয় শিশুটি। সে পার্শ্ববর্তী কালিগঞ্জ উপজেলার খড়িতলা গ্রামের আব্দুল আলিমের ছেলে।

ওই শিশুর মামা আরিফুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে তার ভাগনে ঘরের মধ্যে খেলছিল। একপর্যায়ে সাপে দংশন করায় দ্রুত তাকে স্থানীয় কবিরাজ/ ওঝার কাছে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার উন্নতি না হওয়ায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দুই ভাই-বোনের মধ্যে আরিফুল ছোট বলে জানান তিনি।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক শাকির হোসেন জানান, সাপের কামড়ের প্রতিকারের জন্য পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে। কিন্তু ঘটনার শিকার শিশুকে স্বজনরা হাসপাতালে আনতে দেরি করায় পথিমধ্যে তার মৃত্যু হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক