ঢাকায় নেতাকর্মীদের যাতায়াতের জন্য এবার ট্রেন ভাড়া নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবার (৩ আগস্ট) ঢাকায় শাহবাগে অনুষ্ঠেয় কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে রেলওয়ের বিশেষ ট্রেন ভাড়া নিয়েছে বিএনপির এই ছাত্র সংগঠন।
চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী ট্রেনটিতে থাকছে ২০টি বগি। এতে যাত্রী ধারণক্ষমতা এক হাজার ১২৬ জন।
রেলওয়ের পূর্বাঞ্চল অফিস সূত্র জানিয়েছে, চট্টগ্রাম ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রেনটি ৩ আগস্ট সকাল ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে দুপুর ১টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। সমাবেশ শেষে একই দিন সন্ধ্যা ৭টায় ঢাকার কমলাপুর থেকে যাত্রা শুরু করে রাত ১টায় ট্রেনটি চট্টগ্রামে ফিরবে।
রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা তৌষিয়া আহমেদ বলেন, ‘ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে রেল ভবনের অনুমোদন সাপেক্ষে বিশেষ ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে। এ ট্রেনটি নিয়ম অনুযায়ী বরাদ্দ দেওয়া হয়েছে। এর কারণে নিয়মিত ট্রেন চলাচলে কোনও সমস্যা হবে না।’
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি সাইফুল আলম বলেন, ‘ঢাকায় আমাদের গুরুত্বপূর্ণ কর্মসূচিতে যোগ দিতে সংগঠনের নেতাকর্মীদের ঢাকায় পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করতে আমরা রেলওয়ের কাছে একটি বিশেষ ট্রেনের আবেদন করি। রেল কর্তৃপক্ষ ইতিবাচক সাড়া দিয়েছে। ট্রেন ভাড়ার আনুমানিক খরচ প্রায় ১০ লাখ টাকা, যা সংগঠনের সদস্য এবং সিনিয়রদের সহায়তায় সংগ্রহ করা হচ্ছে।’
এর আগে ১৯ জুলাই জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও ঢাকার রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে রেলওয়ের কাছ থেকে বিশেষ ট্রেনের জন্য কোচ বরাদ্দ নিয়েছিল।

















