Swadhin News Logo
সোমবার , ৪ আগস্ট ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

স্ত্রীকে হত্যার পর ঘরে তালা দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

প্রতিবেদক
Nirob
আগস্ট ৪, ২০২৫ ১১:৩৫ পূর্বাহ্ণ
স্ত্রীকে হত্যার পর ঘরে তালা দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিক মারুফা আক্তারকে (৪৫) হত্যার পর লাশ ঘরের মেঝেতে রেখে আসবাবপত্রে আগুন লাগিয়ে ঘরের বাইরে তালা দিয়ে পালিয়ে গেছেন স্বামী মিজানুর রহমান। হত্যার ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে ঘাতক ঘরের আসবাবপত্রে আগুন লাগিয়ে পালিয়েছে বলে অভিযোগ নিহতের ছোট বোন কুলছুম আক্তার।

রবিবার (৩ আগস্ট) ভোরে উপজেলার মাওনা ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পোশাক শ্রমিক মারুফা আক্তার ইন্দ্রপুর গ্রামের মৃত মোনতাজ উদ্দিনের মেয়ে এবং একই গ্রামের ওষুধ (ফার্মেসি) ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী। অভিযুক্ত মিজানুর রহমান একই গ্রামের সুলতান উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকে মিজান পলাতক রয়েছে। দুই জনেরই এটি দ্বিতীয় বিয়ে। তাদের উভয়ের আগের ঘরে দুটি করে সন্তান রয়েছে।

মারুফার মেয়ে নাজমা আক্তার বলেন, আমার মা প্রায় ২০ বছর প্রবাস জীবন কাটিয়েছেন। প্রবাস থেকে ফেরার পর মিজান আমার মাকে বিয়ে করার জন্য উত্ত্যক্ত করতো। তখন আমি মিজানকে বলেছিলাম, আপনি আমার মাকে উত্ত্যক্ত করেন কেন? আমার মা বিয়ে বসবে না। তখন বলে তোর মা বিয়ে না বসলে তোকেও হত্যা করবো এবং তোর মাকেও হত্যা করবো। একপর্যায়ে পরে বাধ্য হয়ে গত প্রায় তিন বছর আগে মিজানুর রহমান আমার মাকে মিথ্যা কাবিন সাজিয়ে বিয়ে করে।

তিনি বলেন, বিয়ের পর মা যখন জানতে পারে, তার সঙ্গে প্রতারণা করেছে পরে মার কাছ থেকে ৮ লাখ টাকা নিয়ে কাবিন করে বিয়ে করে। বিয়ের পর থেকে টাকার জন্য প্রায়ই তাকে নির্যাতন ও মারধর করতো মিজান। শনিবার রাতে আমার মার ফোনে কল দিয়ে বন্ধ পাই। পরে মিজানকে বলি বাড়িতে গিয়ে দেখার জন্য আমার মার ফোন বন্ধ কেন? কোনও সমস্যা হয়েছে কি না। সে বলে তোমাদের ঘরে তালা দেওয়া, তোমার মা বাড়িতে নাই। গত প্রায় সপ্তাহ খানেক আগে আমার মার সঙ্গে কথা বলেছিলাম। তখন মা বলেছিল, ‘মিজান আমাকে বাঁচতে দেব না, আমাকে অনেক মারধর করে, খুব নির্যাতন করে, তোরা আমাকে বাঁচা’। তখন মাকে বলেছিলাম তুমি থানায় গিয়ে একটা সাধারণ ডায়েরি (জিডি) অথবা মামলা করো। তখন মা বলে, ‘আমি বাড়ি থেকে বের হলেই মিজান আমাকে মেরে ফেলবে। সে আমাকে বাড়ি থেকে বের হইতে দেয় না। আমাকে ঘরে রেখে বাইরে থেকে তালা দিয়ে রাখে’।

নিহত মারুফার ছোট বোন কুলছুম আক্তার জানান, মিজানুর রহমান তার বোনকে তিন বছর আগে বিয়ে করে। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। মারুফা স্থানীয় মোশাররফ কম্পোজিট টেক্সটাইল কারখানায় অপারেটর পদে চাকরি করতো। বেতনের টাকা স্বামীকে না দিলে তাকে প্রায়ই মারধর করতো। এক সপ্তাহ ধরে মারুফাকে তার স্বামী ঘরে তালা দিয়ে রাখতো। তাকে কোথাও বের হতে দিত না, কারো সঙ্গে কথা বলতে দিত না। জিজ্ঞাসা করলে বলতো, মারুফা বাসায় নেই।

তিনি দাবি করেন, ঘটনার ৩-৪ দিন আগে মারুফাকে মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে লাশ ঘরের মেঝেতে ফেলে রাখে। রবিবার ভোরে ঘরের আসবাবপত্রে আগুন দিয়ে বাইরে থেকে তালা দিয়ে মিজানুর রহমান পালিয়ে যায়। হত্যার ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য তার স্বামী এ ঘটনা ঘটিয়েছে। তাকে হত্যার পর আসবাবপত্রে আগুন লাগিয়ে মারুফা নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা বলে প্রচার করার চেষ্টা করছিল।

শ্রীপুর থানার ওসি মুহম্মদ আব্দুল বারিক বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে পোশাক শ্রমিক ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সুরতহালের প্রতিবেদনে ধারণা করা হচ্ছে, মাথায় শক্ত কিছু দিয়ে আঘাত করে হত্যা করে লাশ ঘরে ফেলে রাখে। পরে ঘটনা ভিন্ন দিকে ডাইভার্ট করার জন্য ঘরে আগুন দেওয়া হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
হ্যান্ডেল করতে না পারলে অস্ত্র আনলেন কেন: বাবরকে নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রশ্ন

হ্যান্ডেল করতে না পারলে অস্ত্র আনলেন কেন: বাবরকে নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রশ্ন

চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ফের সংঘর্ষ, প্রক্টরসহ আহত কয়েকজন

চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ফের সংঘর্ষ, প্রক্টরসহ আহত কয়েকজন

গাইবান্ধার সাদুল্লাপুরে পথসভার মাধ্যমে জুলাই পদযাত্রা শুরু এনসিপির

গাইবান্ধার সাদুল্লাপুরে পথসভার মাধ্যমে জুলাই পদযাত্রা শুরু এনসিপির

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে দুর্নীতিবাজ, খুনি ও চাঁদাবাজ থাকবে না: রেজাউল করিম

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে দুর্নীতিবাজ, খুনি ও চাঁদাবাজ থাকবে না: রেজাউল করিম

অস্ত্র-গোলাবারুদসহ যুবদলের সাবেক নেতা গ্রেফতার

অস্ত্র-গোলাবারুদসহ যুবদলের সাবেক নেতা গ্রেফতার

বিপর্যস্ত নেপালের পর্যটন খাত, দুই দিনে ক্ষতি ২৫০০ কোটি রুপি

বিপর্যস্ত নেপালের পর্যটন খাত, দুই দিনে ক্ষতি ২৫০০ কোটি রুপি

ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন

ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন

চট্টগ্রামে ডেঙ্গুতে ১৬ ও চিকুনগুনিয়ায় ১১২ জন আক্রান্ত

চট্টগ্রামে ডেঙ্গুতে ১৬ ও চিকুনগুনিয়ায় ১১২ জন আক্রান্ত

ছেলেকে অক্ষত পাওয়া গেলেও তিন দিনেও খোঁজ মেলেনি মায়ের

ছেলেকে অক্ষত পাওয়া গেলেও তিন দিনেও খোঁজ মেলেনি মায়ের

গাজীপুরে আগুনে পুড়লো তিনটি ঝুট গুদাম

গাজীপুরে আগুনে পুড়লো তিনটি ঝুট গুদাম