Swadhin News Logo
সোমবার , ৪ আগস্ট ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

যৌন হয়রানির অভিযোগে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বরখাস্ত

প্রতিবেদক
Nirob
আগস্ট ৪, ২০২৫ ১০:১১ অপরাহ্ণ
যৌন হয়রানির অভিযোগে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বরখাস্ত

শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. রশীদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন-অর রশিদ। 

এদিকে, বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ বিভাগের সহকারী পরিচালক এহতেশামুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একজন নারী শিক্ষার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশের আলোকে এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১১৩তম সভার সিদ্ধান্তক্রমে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী পরিসংখ্যান বিভাগের অধ্যাপক রশীদুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলীর নির্দেশক্রমে এ আদেশ কার্যকর হয়েছে বলেও জানানো হয়।

উল্লেখ্য, শিক্ষক ড. রশীদুল ইসলামের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে বেশি নম্বর পাইয়ে দেওয়া এবং বিভিন্ন কথপোকথন সামাজিকমাধ্যমে ভাইরাল হলে বিশ্ববিদ্যালয় জুড়ে তোলপাড় শুরু হয়।

এ ঘটনার প্রতিবাদে গত এপ্রিল মাসে বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণচূড়া সড়কে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবি করে শিক্ষার্থীরা প্রতীকী কুশপুত্তলিকা বানিয়ে তাতে জুতাপেটা করে প্রতিবাদ জানান। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে।

এ ব্যাপারে অভিযুক্ত রশীদুল ইসলামের সঙ্গে বেশ কয়েকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন-অর রশিদ জানান, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষক রশীদুল ইসলামকে সাসপেন্ড করা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত