Swadhin News Logo
বুধবার , ৬ আগস্ট ২০২৫ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. আন্তর্জাতিক
  3. কৃষি ও প্রকৃতি
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জোকস
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. বই থেকে
  15. বিচিত্র নিউজ

‎চরফ্যাশনে দুই ভাইকে হত‌্যা: ৩ আসামির মৃত্যুদণ্ড

প্রতিবেদক
Nirob
আগস্ট ৬, ২০২৫ ৬:৪১ অপরাহ্ণ
‎চরফ্যাশনে দুই ভাইকে হত‌্যা: ৩ আসামির মৃত্যুদণ্ড

ভোলার চরফ‌্যাশনে দুই ভাইকে হত‌্যার দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হ‌য়ে‌ছে। বুধবার (৬ আগস্ট) দুপুরে অতি‌রিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত হোসেন এই রায় দেন।

‎‎আসামিরা হলেন– চরফ‌্যাশন উপ‌জেলার আসলামপুর ইউনিয়‌নের মো. জাফরুল্লাহ ফরাজীর ছেলে বেল্লাল; একই উপ‌জেলার চরমা‌নিকা ইউনিয়‌ন ৯ নম্বর ওয়ার্ডের সামছু‌দ্দিনের ছেলে সালাউদ্দিন এবং একই ওয়ার্ডের শাহে আলম মুন্সীর ছেলে শ‌রিফুল ইসলাম।

‎‎এ তথ্য নিশ্চিত করেছেন চরফ‌্যাশন আদাল‌তের অ্যাডিশনাল ‌পি‌পি অ্যাড‌ভো‌কেট হযরত আলী হিরন। তিনি জানান, হত্যার শিকার তপন চন্দ্র শীল ও দুলাল চন্দ্র শীলের প‌রিবার ন‌্যায়বিচার পে‌য়ে‌ছে। তিনি এই মামলার বিচারকের প্রতি কৃতজ্ঞতা জানান।

‎‎তি‌নি আরও জানান, সাক্ষ্য ও প্রমা‌ণের ভি‌ত্তিতে আদালত এই রায় প্রদান ক‌রেন। ২০২১ সা‌লের ৮ এপ্রিল রা‌তে এই হত‌্যাকা‌ণ্ডের ঘটনা ঘ‌টে। ত‌বে ফাঁ‌সির দণ্ডপ্রাপ্ত‌দের ম‌ধ্যে শরীফুল ইসলাম ছাড়া বাকি দুই আসামি বেলাল ও সালাউদ্দিন পলাতক র‌য়ে‌ছে।

‎‎মামলার বাদীপক্ষের লোকজন রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন। তারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের গ্রেফতার করে দ্রুততম সময়ের মধ্যে ফাঁসির মঞ্চে ঝুলানোর দাবি জানিয়েছেন।

‎মামলা সূত্রে জানা যায়, দুই ভাই তপন চন্দ্র শীল ও দুলাল চন্দ্র শীল হত‌্যার শিকার হওয়ার প্রায় তিন বছর আগে চরফ্যাশন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে পৈতৃক ৫৬ শতাংশ জমি বিক্রি করে ভারত চলে যান। ওই জমি ২০ লাখ টাকা দাম নির্ধারণ করে কিনে নেন আছলামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বেলাল ও তার শ্বশুর আবু মঝি। তবে তারা মাত্র তিন লাখ টাকা বায়না দিয়ে দ‌লিল করে নেন।  বাকি টাকা নেওয়ার জন্য তপন ও দুলাল ভারত থেকে বাংলাদেশে আসেন । তখন দুই ভাইকে টাকা না দিয়ে ঘোরাতে থাকেন আসামিরা। এক পর্যা‌য়ে হত‌্যার প‌রিকল্পনা করেন বেলাল। ওই দুই ভাইকে ২০২১ সালের ৮ এপ্রিল রাতে টাকা দেওয়ার কথা বলে চরফ‌্যাশন উপজেলার আসলামপুরে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

 

সর্বশেষ - আন্তর্জাতিক