Swadhin News Logo
বুধবার , ৬ আগস্ট ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

নদীতে নৌকা ডুবে নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Nirob
আগস্ট ৬, ২০২৫ ৭:১৩ অপরাহ্ণ
নদীতে নৌকা ডুবে নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার আদর্শনগর হাওর এলাকায় ধলাই নদীতে বালুবাহী ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিখোঁজ হওয়ার ৭২ ঘণ্টা পর দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। 

বুধবার বিকাল ৩টার দিকে ডুবে যাওয়া নৌকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। সোমবার দিনগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

মৃত দুজন হলেন– জিয়া (২০) ও মারুফ (২৪)। তাদের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলায়।

মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমন জানান, সোমবার রাতে জেলার পূর্বধলা থেকে বালুবাহী নৌযানটি মোহনগঞ্জের আদর্শনগরে যাচ্ছিল। নৌযানটি মোহনগঞ্জের হাওরের আদর্শনগরের কাছাকাছি ধলাই নদীতে প্রবল স্রোতের টানে তলিয়ে যায়। এ সময় নৌযানে থাকা তিন জনের মধ্যে একজন সাঁতরে তীরে উঠে আসতে সমর্থ হন। তবে অপর দুজন নিখোঁজ হন।

পরদিন মঙ্গলবার সকালে ময়মনসিংহ থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালালেও উদ্ধার করা সম্ভব হয়নি। তবে ভারি বৃষ্টি ও নদীতে প্রবল স্রোত থাকার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হয়৷ এদিকে বুধবার বিকালে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালিয়ে তাদের দুজনের মরদেহ উদ্ধার করে। 

সর্বশেষ - আন্তর্জাতিক